Fixed Deposit: ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলির পাশপাশি এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল বড় ব্যাঙ্কগুলি। SBI, PNB ছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেসরকারি ব্যাঙ্কের নাম। জেনে নিন, স্থায়ী আমানতে সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক।
RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করতেই এই রেট বদলসম্প্রতি রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তারপরই সুদের হার বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। পরিসংখ্যান বলছে,এই নিয়ে ২০২২ থেকে মোট ৬ বার রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ ৪ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ বেড়েছে এই রেট৷ যে কারণে সরাসরি ব্যাঙ্কগুলির এফডি রেট বৃদ্ধির উপর প্রভাব পড়েছে।
SBI FD Interest: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তার FD সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। দেশের বৃহত্তম ব্যাঙ্ক ২ কোটি টাকার কম আমানতের উপর এই বৃদ্ধি করেছে। নতুন রেটগুলি ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে৷ ব্যাঙ্ক তার বিশেষ FD স্কিমের SBI অমৃত কলশ-এ সর্বাধিক সুদ দিচ্ছে৷ এতে, ব্যাঙ্ক ৪০০ দিনের আমানতে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ সুদ দিচ্ছে।
PNB FD Interest: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কPNB সর্বশেষ তার FD সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই হারগুলি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে৷ ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ১ বছরের FD-তে ৬.৭৫ শতাংশ, ৬৬৬ দিনে ৭.২৫ শতাংশ ও ৬৬৭ দিন থেকে ৩ বছরের মেয়াদে FD-তে ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ১ বছরের এফডিতে ৭.২৫ শতাংশ ও 66 দিনের এফডিতে ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৯ ফেব্রুয়ারি তার FD-তে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর পরে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ সুদের হার অফার করছে। একই সময়ে, ব্যাঙ্ক ২ থেকে ৫ কোটি টাকার আমানতে সর্বোচ্চ ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে।
অ্যাক্সিস ব্যাঙ্কঅ্যাক্সিস ব্যাঙ্কও ১১ ফেব্রুয়ারি থেকে FD-তে সুদের হার বাড়িয়েছে৷ এই বৃদ্ধির পরে ব্যাঙ্কটি ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত FD-তে ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। সাধারণ নাগরিকদের ২ বছরের কম FD-তে রয়েছে এই স্কিম৷ একই সময়ে, ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ২ বছর থেকে ৩০ মাস পর্যন্ত FD-তে সর্বোচ্চ ৮.০১ শতাংশ সুদের হার অফার করছে।
ICICI FD Interest: আইসিআইসিআই ব্যাঙ্কICICI ব্যাঙ্ক সম্প্রতি ২ থেকে ৫ কোটি টাকার FD-র সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই হারগুলি ৭ ফেব্রুয়ারি, 2023 থেকে কার্যকর হয়েছে৷ এই বৃদ্ধির পরে ব্যাঙ্ক গ্রাহকদের ২৭১ দিনের FD-তে ৬.৬৫ শতাংশ সুদের হার ২৭১ থেকে ১ বছরের FD-র ওপর ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে।