FII Selling: গতকাল বাজারে যে বিপুল পতন এসেছিল, তাঁর সঙ্গে কি চিনের যোগাযোগ আছে ? একদিনে সেনসেক্স ১৭৭০ পয়েন্ট পড়ে গিয়েছিল এবং নিফটি সূচকে ৫৫০ পয়েন্টের পতন এসেছিল গতকালের বাজারে। আর এই বিপুল পতনের নানাবিধ কারণ থাকলেও অন্যতম একটি কারণ ছিল বিদেশি বিনিয়োগকারীরা গতকাল (Stock Market Crash) ভারতের বাজারে ১৫,২৪৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। অন্যদিকে চিনের স্টক মার্কেটে গতকাল বিপুল উত্থান দেখা গিয়েছে এবং সেই কারণে বিদেশি বিনিয়োগকারীদের ভিড় সরে (Stock Market) গেছে চিনের বাজারের দিকে। তবে সামনে আরও কি পতন আসবে ?
চিনের বাজারে ভরসা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের
চিন সরকার তাদের দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে বিভিন্ন সুবিধাজনক প্রকল্প এনেছে। এমনকী অর্থনৈতিক সমৃদ্ধি সূচক যাতে ৫ শতাংশ হারে বাড়ে সেই চেষ্টাই করছে। একইসঙ্গে ১.৪ ট্রিলিয়ন ডলারের একটি রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে চিন সরকার। বিশেষজ্ঞদের মতে, এই কারণে চিনের বাজারে বিরাট উত্থান দেখা গিয়েছে আর তাই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে চিনের বাজারে বিনিয়োগে ভরসা পাচ্ছেন। শেষ সপ্তাহে চিনের শেয়ার বাজার ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তাই ভারতের শেয়ার বাজারের মূল্য এখন কমতির দিকে। এই কারণে আরও ভাল রিটার্নের আশায় এখন চিনের বাজারে বিনিয়োগ করবেন বিদেশি বিনিয়োগকারীরা।
ভারতের বাজারে বাড়ছে চিন্তা
সেপ্টেম্বর মাসে এই প্রথমবার MSCI বেঞ্চমার্ক সূচকে ভারতের জায়গা দখল করে নিয়েছে চিন। চিনের বাজারে গত সপ্তাহ থেকে উত্থানের কারণে এগিয়ে এসেছে চিন। তবে চিনের স্টক মার্কেটের উত্থানে ভারতের বাজারে সেভাবে প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের বাজারে চলবে বুল রান ?
গাভেকাল রিসার্চের প্রতিবেদন অনুসারে ইমার্জিং মার্কেটের মূলধন বেড়ে গিয়েছে মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর পরে। আন্তর্জাতিক সূচকে ভারতের ওয়েটেজ বাড়ার পরে ধারণা করা হচ্ছে যে ইনফ্লো আরও বাড়বে। এই রিপোর্ট অনুসারে চিনের স্টক মার্কেটে উত্থান দেখা দিলেও ভারতের বাজারে এর কোনও প্রভাব পড়বে না।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Silver Price: পুজোর আগে গয়না গড়াবেন ? আজ সোনা কিনলে লাভ হবে ? দেখুন রেটচার্ট