Railway Jobs: আগ্রহী প্রার্থীদের অপেক্ষার অবসান। ভারতীয় রেলওয়েতে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আরআরবি এনিটিপিসির নিয়োগের জন্য যে সমস্ত প্রার্থী অপেক্ষায় (RRB NTPC Recruitment 2024) ছিলেন, তাদের বড় সুযোগ এবং স্বস্তি। ভারতীয় রেলে (Railway Jobs) চাকরি পাওয়ার এটাই সুবর্ণ সুযোগ। আবেদনের লিঙ্ক কবে খুলবে, কতদিন পর্যন্ত চলবে আবেদন ? বিজ্ঞপ্তিতেই উল্লেখ রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ দিনের।


শূন্যপদ কত


ভারতীয় রেলওয়েতে স্নাতক ও স্নাতকোত্তর পদের জন্য আরআরবি এনটিপিসির নিয়োগ শুরু হয়েছে। স্নাতক স্তরের পদ রয়েছে ৮১১৩টি এবং স্নাতকোত্তর স্তরের পদ রয়েছে ৩৪৪৫টি। মোট ১১ হাজার ৫৮৮টি পদের জন্য করা হবে এই নিয়োগ।


কবে থেকে হবে আবেদন


আরআরবি এনটিপিসির আবেদনের জন্য লিঙ্ক খোলা হবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এবং চালু থাকবে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত। তবে অন্যদিকে দ্বাদশ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের লিঙ্ক চালু হবে ২১ সেপ্টেম্বর থেকে এবং আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত।


কী যোগ্যতা লাগবে


রেলওয়ের এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আর আন্ডারগ্র্যাজুয়েট নিয়োগের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গ্র্যাজুয়েট নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা রয়েছে ১৮ থেকে ৩৬ বছর এবং আন্ডারগ্র্যাজুয়েটের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।


কীভাবে করবেন আবেদন


রেলওয়ের এই নিয়োগের জন্য অনলাইনেই করতে হবে আবেদন। এই জন্য প্রার্থীদের তাদের নিজেদের রিজিয়নের ওয়েবসাইটে নজর রাখতে হবে। আঞ্চলিক আরআরবির ওয়েবসাইটেই সেই এলাকায় প্রার্থীরা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন হবে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে। প্রথম ধাপে হবে সিবিটি মোডে পরীক্ষা। এরপরে হবে টাইপিং টেস্ট বা কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট। সবশেষে নথি যাচাই এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।


কত বেতন পাবেন নির্বাচিত প্রার্থী


একেকটি পদের জন্য একেকরকম বেতন কাঠামো রয়েছে। ট্রেন ক্লার্কের বেতন শুরু হবে মাসে ১৯,৯০০ টাকা থেকে। আবার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের বেতন শুরু হবে ২১,৭০০ টাকা থেকে। আর স্টেশন মাস্টার পদে নির্বাচিত হলে তিনি বেতন পাবেন ৩৫,৪০০ টাকা প্রতি মাসে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ৫০০ টাকা যার মধ্যে পরীক্ষায় বসার পর ৪০০ টাকা রিফান্ড হয়ে যাবে। আর বাকি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।



আরও পড়ুন: IDBI Bank SCO Recruitment 2024: আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI