Bank News: এবার গ্রাহকদের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম নিয়ে আসছে এই ব্যাঙ্ক (Bank News) । যেখানে ৫ , ১০ বছর নয়, একেবারে ২০ বছরের জন্য স্থায়ী আমানতের (FD) খাতা খুলতে পারবেন আপনি। 


কেন এফডিতে ভরসা


ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলি সময়ে সময়ে আপনার জন্য ফিক্সড ডিপোজিট স্কিম জারি করে। এগুলোর প্রতি আগ্রহ বেশি। প্রবীণ নাগরিকদের এফডিতে বেশি সুদ দেওয়া হয়। কিন্তু, আপনি শুধুমাত্র তখনই এই সুবিধা পাবেন যদি আপনি আপনার টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাঙ্কে জমা করার অনুমতি দেন। এই FD গুলি কয়েক দিন থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। এখন আপনি এমন একটি FD-এর বিকল্প পেতে চলেছেন যার মেয়াদ হবে 20 বছর।  এই নতুন FD-তে আপনি কী কী সুবিধা পেতে চলেছেন।


জীবন বিমা কোম্পানির আদলে বার্ষিক পরিকল্পনা করা হবে
এই দীর্ঘমেয়াদি FD জীবন বিমা কোম্পানির বার্ষিক পরিকল্পনার ভিত্তিতে করা হবে। তবে এগুলোর একটা সময়সীমা থাকবে। বর্তমানে এই প্রোডাক্টের পরীক্ষা চলছে। বর্তমানে কোনো ব্যাঙ্ক 10 বছরের বেশি FD স্কিম চালাচ্ছে না। হিন্দু বিজনেস লাইনের একটি রিপোর্ট অনুসারে, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক) একটি 20-বছরের FD পরিকল্পনা তৈরি করছে। আমানতকারীদের নিয়মিত বিরতিতে কিছু টাকা তোলার সুবিধাও দেওয়া হবে এখানে।


সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই স্কিমের জন্য প্রস্তুত৷
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এমডি এবং সিইও আর ভাস্কর বলেছেন যে আমরা এখন এই স্কিমটি প্রস্তুত করছি। এর মাধ্যমে গ্রাহককে দীর্ঘমেয়াদি সঞ্চয় ও চক্রবৃদ্ধি সুদের সুবিধা দেওয়া হবে। এর সুদের হার এখনো নির্ধারণ করা হয়নি। গ্রাহক যদি এই FD স্কিমে বিনিয়োগ করেন তাহলে 11 তম বছরের পরে তাদের পদ্ধতিগত প্রত্যাহার পরিকল্পনার বিকল্প দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন যে এই স্কিমেও আপনি 10 বছরের FD-এর মতো সুদ পেতে পারেন।


শুধুমাত্র SBI অ্যানুইটি ডিপোজিট স্কিম চালায়
বর্তমানে শুধুমাত্র SBI 3, 5, 7 এবং 10 বছরের অ্যানুইটি ডিপোজিট স্কিম (অ্যানুইটি ডিপোজিট স্কিম) চালাচ্ছে। এর আওতায় গ্রাহক প্রতি মাসে একবার টাকা জমা দেওয়ার পর টাকা নিতে পারবেন। সুদও প্রিন্সিপালের সাথে সংযুক্ত। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ডিপোজিট স্কিম এর থেকে আলাদা হতে চলেছে। এতে, FD মেয়াদের অর্ধেক পার হয়ে গেলেই গ্রাহক টাকা পাবেন।


Fixed Deposit: এফডিতে কোন ব্যাঙ্কগুলি দিচ্ছে সেরা সুদ, রইল এই ৯টির নাম