FD Scheme: সাধারণ মানুষের কাছে বিনিয়গের জন্য এখনও অন্যতম উপায় হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে এখন অনেকের ঝোঁক থাকলেও সেখানে যে ঝুঁকি রয়েছে তা অনেকেই নিতে চান না। ফলে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit Scheme) নিশ্চিত রিটার্ন নিয়েই অনেকে নিশ্চিত থাকতে চান। এক বছর থেকে শুরু করে ৩ বছর বা ৫ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। একেক ব্যাঙ্কে একেক রকম সুদের হার (FD Scheme) মেলে এই ফিক্সড ডিপোজিটে। এক বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে চাইলে এই ৭ ব্যাঙ্কে মিলবে বেশি সুদ।


বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক দীর্ঘ মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেই ব্যাঙ্কগুলি তুলনায় বেশি সুদ দিয়ে থাকে। আর এক বছর বা কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে কম থাকে সুদের হার। তবে এক বছরের মেয়াদের হিসেবেও কিছু কিছু ব্যাঙ্কে তুলনায় বেশি সুদ পাওয়া যায়। বেশিরভাগ ব্যাঙ্কই এক বছরের মেয়াদে ৬.৬০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ সুদ অফার করে। এদের মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে, এই ব্যাঙ্কে ১ বছরের মেয়াদে সুদের হার ৭.১০ শতাংশ। তবে প্রবীণ নাগরিকদের জন্য এক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের উপর অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। ফলে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৭.১০ থেকে ৭.৬০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে এক বছরের মেয়াদে।


এক বছরের মেয়াদে এইচডিএফসি ব্যাঙ্ক ৬.৬০ শতাংশ সুদ দেয় সাধারণ নাগরিকদের, অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদ দেয় ৭.১০ শতাংশ।


এর পরেই আসছে আইসিআইসিআই ব্যাঙ্কের নাম। এই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য এক বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.২ শতাংশ সুদ দেয়।


কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে এক বছরের এফডিতে সুদ মেলে ৭.৬০ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সুদের হার ৬.৮ শতাংশ, প্রবীণদের জন্য ৭.৩০ শতাংশ।


ব্যাঙ্ক অফ বরোদায় এক বছরের মেয়াদে সুদের হার ৬.৮৫ শতাংশ এবং প্রবীণদের জন্য সুদের হার ৭.৩৫ শতাংশ।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক বছরের এফডির জন্য সুদ দেয় ৬.৮০ শতাংশ এবং ফেডারেল ব্যাঙ্কও একই সুদ দেয়।


আরও পড়ুন: HAL Share: মহারত্ন হিসেবে নির্বাচিত হল এই সংস্থা, সোমে বাড়তে পারে স্টকের দাম