নয়াদিল্লি: চিন্তা লাঘব হতে পারে কার ড্রাইভারদের। আগামী দিনে সস্তা হতে পারে মহার্ঘ্য জ্বালানি। এবার ফ্লেক্স ফুয়েল গাড়ির দিকে হাঁটতে চলেছে সরকার। গাড়ির তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি করা হবে এই Flex-Fuel। যার ফলে কমে যাবে জ্বালানির খরচ।
বাইরের দেশে ইতিমধ্যেই এই ফ্লেক্স ফুয়েল গাড়ির নাম শুনেছে প্রায় সকলেই। সেখানে বহু বছর ধরেই চলছে Flex-Fuel Cars। যদিও ভারতের বুকে একেবারে নতুন এই নাম। জেনে নিন কী এই ফ্লেক্স ফুয়েল।
Flex-Fuel Cars: মূলত, গাড়ির জ্বালানি তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি হয় Flex-Fuel। বিদেশের রাস্তায় এই ধরনের গাড়ি নতুন কোনও বিষয় নয়। এটা একেবারে গ্যাসোলিন ইঞ্জিনের মতো গাড়ি। যেখানে পেট্রোলের সঙ্গে ইথানল বা পেট্রোলের সঙ্গে মেথানল মিশিয়ে সহজেই চালানো যায় গাড়ি। প্রয়োজনে কেবল ইথানল বা পেট্রোল দিয়েই গাড়ি চালানোর ক্ষমতা ধরে ইঞ্জিন। এই ধরনের গাড়িকেই Flex-Fuel Cars বলা হয়।
ইলেকট্রিক গাড়ির সঙ্গে তুলনা করলে ফ্লেক্স ফুয়েল মূলত একটা পেট্রোল ইঞ্জিনের গাড়ি। যে ইঞ্জিনে পেট্রোলের পাশাপাশি অন্য জ্বালানি মেশাতে কিছু উপাদান দেওয়া হয়। যার মধ্যে মেশানো তেল বা কেবল একটি তেলের মাধ্যমেই গাড়ির ইঞ্জিন চলতে পারে। এতে কোনও সমস্যা তৈরি হয় না গাড়িতে। ইলেকট্রিক গাড়ির থেকে এর খরচ অনেক কম।
ইলেকট্রিক ভেহিক্যালের পাশাপাশি ফ্লেক্স ইঞ্জিনের ভবিষ্যৎ নিয়ে ভাবছে সরকার। এই বিষয়ে উৎসাহী তারাও। ভবিষ্যতে দেশের গাড়ি প্রস্তুতকারকদের Flex-Fuel Cars তৈরির নির্দেশিকা দিতে পারে কেন্দ্রীয় সরকার। অন্তত গাড়ির জ্বালানির ঊর্ধমুখী মূল্য সেই কথাই বলছে। ইলেকট্রিক গাড়ির থেকে অনেক বেশি বাস্তবসম্মত হবে এই গাড়ির ইঞ্জিন। সহজেই পেট্রোল ডিজেলের পাশাপাশি পাম্পে রাখা যাবে বায়ো ফুয়েল।
পকেটের কথা ভাবলে গ্রাহকদের এক লিটার বায়ো-ইথানল কিনতে খরচ পড়বে ৬৫ টাকা। যেখানে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে সেখানে অনকেটাই সস্তা হতে পারে এই জ্বালানি। দেশের গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি ঠিকঠাক বিনিয়োগ করলে আগামী ২০২২ সালেই দেশের মাটিতে দেখা যেতে পারে Flex-Fuel Cars। এমনকী ইলেকট্রিক গাড়ির থেকে অনেকটাই বাস্তবসম্মত হবে এই গাড়িগুলি। তেলের জন্য খরচ হবে না মোটা টাকা। তবে ইতির পাশাপাশি নেতিবাচক দিকও রয়েছে এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনে। রিপোর্ট বলছে, এই ধরনের ইঞ্জিনের গাড়ির দাম সাধারণ পেট্রোল গাড়ির থেকে অনেকটাই বেশি হয়।
আরও পড়ুন : Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি
আরও পড়ুন Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা