নয়াদিল্লি: পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে আতঙ্কিত পর্যটকরা। অনেকেই সেখানে আটকে পড়েছেন। কিন্তু ঘরে ফিরে আসার তাগিদে পকেটে টান পড়ছে তাদের। আকাশছোঁয়া বিমানের ভাড়া। ঘরে ফেরার জন্য সকলেই বুক করছেন বিমানের সিট, আর এই হঠাৎ চাহিদাবৃদ্ধির (Flight Fare) ও মুম্বইয়ের জন্য অতিরিক্ত বিমানের ব্যবস্থা করলেও দামের উপর নিয়ন্ত্রণ নেই কোনও এখনও। দেশের বেশ কিছু বড় শহরে ফেরার জন্য বিমানের ভাড়া (Pahalgam Attack) শুনলে চোখ কপালে উঠবে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই দাম বাড়তে শুরু করেছে বিমানের টিকিটের।
বিভিন্ন এয়ারলাইন অপারেটরের ওয়েবসাইটে সার্চ করলেই দেখা যাচ্ছে বিমানের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই। অথবা দেখা যাচ্ছে অনেকক্ষেত্রেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে দেখাচ্ছে ওয়েবসাইটে। অনেকে যারা আজকের দিনের জন্য টিকিট বুকিং করতে চাইছেন, তাদের কাছে এমন মেসেজও আসছে, 'সমস্ত বিমানই আর কিছুক্ষণের মধ্যেই উড়ান নেবে' কিংবা 'বিক্রি হয়ে গিয়েছে', কিংবা 'দুর্ভাগ্যবশত এই রুটে কোনও বিমান নেই'।
২৪ এপ্রিল বৃহস্পতিবারের জন্য শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশে একটি ইন্ডিগো বিমানের ইকোনমি ক্লাসের টিকিটের দাম ১১ হাজার থেকে ১৩ হাজার টাকার মধ্যে। স্পাইসজেটে এই টিকিটের দাম দেখাচ্ছে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা। আর এয়ার ইন্ডিয়াতে এই টিকিটের দাম দেখাচ্ছে ২১ হাজার থেকে ২৩ হাজার টাকা। প্রতিটি বিমান সংস্থার ওয়েবসাইট থেকে এই দাম পাওয়া গিয়েছে প্রতিবেদন প্রকাশের সময়।
অন্যদিকে শ্রীনগর থেকে মুম্বইগামী বিমানের ভাড়াও ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। নতুন করে টিকিট বুকিং করা ফ্লাইটগুলি যে বিমানসংস্থাগুলির ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে, তা সম্পর্কে স্পষ্ট জানা যায়নি। বিমানযাত্রীদের অভিযোগের মুখে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু গতকাল শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের জন্য আরও বিমানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন তিনি।
অন্যদিকে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন লক্ষ্য করেছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ঘরে ফিরতে চাওয়া পর্যটকদের অনেকেই অত্যধিক বিমানভাড়ার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে সমস্ত বিমান সংস্থাগুলিকে বিমানের সংখ্যা বাড়ানোর কথা জানানো হয়েছে। এই ব্যাপক চাহিদার মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলি যাতে ভাড়া না বাড়িয়ে শ্রীনগর থেকে সমস্ত দিকের বিমানের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও কমেনি ভাড়া।