নয়াদিল্লি: পুলওয়ামার পর এত বড় জঙ্গিহানা ভারতে আর হয়নি। গতকাল মঙ্গলবার ২২ এপ্রিল পহেলগাঁওয়ের রিসর্টে হামলা ৪০ রাউন্ডের বেশি গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের উপর জঙ্গি হামলা করা হয়েছে বলে অভিযোগ। জঙ্গি হানায় ২৭জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন দেশের ক্রিকেটমহলও। 

ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর নিজের সোশ্য়াল মিডিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। এছাড়াও এই তালিকায় আছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহ থেকে শুরু করে ইরফান পাঠান, বীরেন্দ্র সহবাগ সহ বর্তমান সময়ের ক্রিকেটার শুভমন গিল, কে এল রাহুলরাও। 

 

 

 

 

 

 

 

এদিকে, আজ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডল প্রোফাইলে একটি পোস্টে জানানো হয়, 'বর্তমান অবস্থার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া দুটি অতিরিক্ত বিমান চালাবে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের উদ্দেশে, বুধবার ২৩ এপ্রিলের জন্য।' এক্স হ্যান্ডলে এই ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে এই অতিরিক্ত বিমান পরিষেবার বিশদ বিবরণও দেওয়া হয় সেই পোস্টে। লেখা হয় যে, শ্রীনগর থেকে দিল্লির বিমান ছাড়বে সকাল সাড়ে ১১টায় এবং শ্রীনগর থেকে মুম্বইগামী বিমান ছাড়বে দুপুর ১২টার সময়। এখন থেকেই সমস্ত বিমানের জন্য বুকিং চালু হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, এই পোস্টে আরও জানায় এয়ার ইন্ডিয়া, 'শ্রীনগর থেকে এবং শ্রীনগরগামী আমাদের সমস্ত বিমান নির্ধারিত সময়েই চলবে। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া এখন বিমান বুকিংয়ের সময় বদল কিংবা বুকিং বাতিল করার জন্য কোনও চার্জ নেবে না আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র এই রুটের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।' আর এই পোস্টের সঙ্গে সমস্ত হেল্পলাইন নম্বরও উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া।