কলকাতা: আসছে উত্সবের মরসুম। ফ্লিপকার্টে ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডেজ সেল। ২১ তারিখ পর্যন্ত, ৬ দিন ধরে চলবে। বহু প্রয়োজনীয় সামগ্রী সস্তায় মিলবে এই দিনগুলিতে। বড় ছাড় পাওয়া যাবে স্মার্টফোনের ওপর। পোকো কোম্পানি তাদের হ্যান্ডসেটে বেশ ভাল রকম ছাড় দেবে।
কোন কোন স্মার্টফোনে ছাড় মিলবে, দেখুন
পোকো তাদের ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, তারা সম্প্রতি বাজারে নিয়ে আসা Poco C3, Poco M2, Poco M2 Pro, Poco X2 এবং Poco X3 র ওপর ডিসকাউন্ট দেবে। Poco M2তে ৫০০ টাকার ছাড় মিলবে, Poco M2 Pro-র ওপর ১০০০ টাকার ছাড় পাওয়া যাবে। ডিসকাউন্টের পর তার দাম পড়বে ১২৯৯৯ টাকা.
এছাড়াও এই সেলে Poco X2 ফোন ১৭৪৯৯ টাকার জায়গায় ১৬৪৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়া বিগ বিলিয়ন ডেজ-এ এসবিআই কার্ডে শপিং করলে সুদে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
মোটোরোলার স্মার্টফোনে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ-এ। এই সেলে Moto G9, Foldable Motorola Razr (2019), Moto E7 Plus এর মতো স্মার্টফোনে ছাড় মিলবে। মোটোরোলার ফ্লিপ ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr (2019) এর দাম আসলে ১২৪৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টের এই সেলে তা ৮৪৯৯৯ টাকায় কেনার সুযোগ মিলবে।
Flipkart Big Billion Days: ১৬-ই শুরু ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল, কোন কোন স্মার্টফোনে মিলবে ছাড়, দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2020 09:20 PM (IST)
২১ তারিখ পর্যন্ত, ৬ দিন ধরে চলবে। বহু প্রয়োজনীয় সামগ্রী সস্তায় মিলবে এই দিনগুলিতে। বড় ছাড় পাওয়া যাবে স্মার্টফোনের ওপর।
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -