Flipkart: ই-কমার্স হিসেবে ভারতে যথেষ্ট জনপ্রিয় ফ্লিপকার্ট। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এই সংস্থার জুড়ি মেলা ভার। হালফিলে গ্রসারি অর্থাৎ মুদিখানার জিনিসপত্রও দোরগোড়ায় ডেলিভারি করছে এই জনপ্রিয় ই-কমার্স সংস্থা। মাঝে ওষুধপত্রের পরিষেবাও চালু করেছে এই সংস্থা। তবে এবার গ্রাহকদের জন্য দারুণ এক সুবিধা নিয়ে এসেছে এই ই-কমার্স সংস্থা। জানা গিয়েছে, এই সংস্থার মাধ্যমে এবার হোটেল বুকিংয়ে সুবিধাও পাবেন গ্রাহকরা। Flipkart Hotels- এই নতুন পরিষেবা লঞ্চ করেছে ফ্লিপকার্ট। উৎসবের মরশুম কিংবা ছুটির সময়ে বেড়াতে যাওয়ার আগে গ্রাহকদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় এই ই-কমার্স সংস্থা। 


ফ্লিপকার্টের এই হোটেল বুকিং ফিচারের সাহায্যে গ্রাহকরা দেশ এবং বিদেশের প্রায় ৩ লক্ষ হোটেলের জন্য বুকিং করতে পারবেন। এর পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ফ্লিপকার্টের তরফে online travel agency Cleartrip- এর বন্দোবস্তও করা হয়েছে। এর মাধ্যমে অনেক সস্তায় বেড়ানোর সুযোগ পাওয়া যাবে। Cleartrip's API গ্রাহকদের এই সুবিধা দেবে। Flipkart Hotels- এর এই ফিচারের সাহয্যে অতিরিক্ত কিছু সুবিধাও পাবেন গ্রাহকরা। সেই তালিকায় রয়েছে flexible travel, booking policies, easy EMI- এইসব অপশন। আর এইসব ফিচারের সাহায্যে গ্রাহকদের ট্র্যাভেল বা ভ্রমণ অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। 


ফ্লিপকার্ট অ্যাপেই পাওয়া যাবে হোটেল বুকিংয়ের সুবিধা। সহজেই গ্রাহকরা বেড়াতে যাওয়ার আগে বুকিং করতে পারবেন হোটেল। জনপ্রিয় মেসেজিং অ্যাপের মাধ্যমে সঠিক ভাবে তথ্যও পাওয়া যাবে। হোটেল বুকিং সার্ভিসের ক্ষেত্রে ফ্লিপকার্ট সুনির্দিষ্ট ভাবে কাস্টোমার কেয়ার সার্ভিস চালু করবে। তার ফলে গ্রাহকরা তাঁদের যাবতীয় অনুসন্ধান বা জিজ্ঞাসার জবাব পাবেন। এছাড়াও থার্ড পার্টির প্রবেশের ক্ষেত্রে অনুমোদন দেবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট।


এমনিতে সারাবছর গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডিল এবং অফার চালু রাখে ফ্লিপকার্ট সংস্থা। কয়েকদিন পরেও ফ্লিপকার্টের আরও একটি ডিল চালু হতে চলেছে। ফ্লিপকার্টে এবার শুরু হতে চলেছে বিগ বিলিয়ন ডে’জ সেল। কিছুদিন আগেই ফ্লিপকার্টে মাধ্যমে ইলেকট্রিক স্কুটার কেনার ব্যবস্থাও করেছে এই ই-কমার্স সংস্থা। একদম আপনার দোরগোড়ায় ইলেকট্রিক স্কুটার পৌঁছে দেবে ফ্লিপকার্ট সংস্থা। এবার হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও একধাপ এগিয়ে গেল ফ্লিপকার্ট সংস্থা। গ্রাহকরা বেড়াতে যাওয়ার সময় ফ্লিপকার্টের মাধ্যমেই হোটেল বুকিং করতে পারবেন। আর তাও খুব সহজ পদ্ধতিতে।


আরও পড়ুন- 'মিনি' মডেল নেই, লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে