কলকাতা: টিকিট দেখতে চাওয়াই কাল হল শেষে। যা আদতে তাঁর কাজ। আর নিজের সেই দায়িত্ব পালন করতে গিয়েই এবার খুন হতে হল এক টিকিট পরীক্ষকের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম পটনা এক্সপ্রেস ট্রেনে। ওই ট্রেনের এক ব্যক্তি টিকিট ছাড়াই গন্তব্যে যাচ্ছিলেন। তাকে টিকিট দেখানোর কথা বলতেই তিনি খেপে ওঠেন। এর পর সরাসরি টিকিট চেকারকে দরজা থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় টিকিট পরীক্ষকের। এই ঘটনার পর ট্রেনের অন্য যাত্রীরা তাঁকে আটক করে। পরের স্টেশনে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। 


অভিযুক্ত ছিলেন মদ্যপ


মৃত টিকিট পরীক্ষক নাম ভি ভিনোদ। ৪৭ বছর বয়সী টিকিট পরীক্ষক এর্নাকুলামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি রজনীকান্ত ছিলেন ওড়িশার বাসিন্দা। ওড়িশার ওই শ্রমিক মঙ্গলবার সন্ধ্যেয় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন উপস্থিত অন্যান্য যাত্রীরা।


কী নিয়ে বচসা ?


স্লিপার কোচে কোনও টিকিট ছাড়াই যাত্রা করছিলেন রজনীকান্ত নামের ওড়িশার ওই ব্যক্তি। যা আশেপাশের যাত্রীদের বিরক্তি উদ্রেক করেছিল ইতিমধ্যেই। এই অবস্থায় সেখানে টিকিট পরীক্ষক এসে পৌঁছান। তিনি টিকিট দেখতে চাইলে প্রথমে রাজি হন না রজনীকান্ত। এর পর মারমুখী হয়ে ওঠেন মদ্যপ অবস্থাতেই। উপস্থিত যাত্রীদের কথায়, টিকিট পরীক্ষক সেই সময় দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এই অবস্থায় তাঁকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্য হয় ভি ভিনোদের।


গ্রেফতার করে জিআরপি


একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ভাল্লাথোল নগর স্টেশনে ট্রেন পৌঁছানোর পর রেল আধিকারিকরা এই ঘটনার খবর পান। যাত্রীরাই গিয়ে খবর দেন। অন্য যাত্রীরা আটকে রাখেন রজনীকান্তকে। এর পর আরপিএফ পুলিশ এসে গ্রেফতার করেন ওই মদ্যপ ব্যক্তিকে। পরে তাকে পলক্কড় আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। আরও পরে ত্রিশুরে জিআরপি-এর হাতে হস্তান্তর করা হয়েছে ওই ব্যক্তিকে।


ট্রেনে কাটা পড়ে মৃত্যু


ঘটনাটির খবর পাওয়ার পরেই টিকিট পরীক্ষককে উদ্ধর করতে সেখানে পৌঁছে যান রেল আধিকারিকরা। কিন্তু সেখানে গিয়ে বিনোদের খন্ডিত দেহ পাওয়া যায়। আধিকারিকদের বক্তব্য, তিনি পড়ে যাওয়ার পর একটি ট্রেন ওই লাইনের উপর দিয়ে চলে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় টিকিট পরীক্ষকের।


আরও পড়ুন - Election News: ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক না হলে ভোটে বাধা? কী বলছে কমিশন?