কলকাতা : বৈচিত্র্যের লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। নিত্যদিনই প্রচারে নজর কাড়ছেন প্রার্থীরা। কি শাসক দলের, কি বিরোধী প্রার্থীরা। এদিনও তার অন্যথা হল না। ভোটের আবহে এদিন চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী, চায়ের দোকানে ঢুকে বানালেন চা-ও। কোথায় প্রচারে নেমে সাঁতার কাটলেন প্রার্থী তো কোথাও খেলেন গুগলির ঝোল। কোথায় কে, কী করলেন দেখে নিন ভোটের কোলাজে।
চা বানালেন মুখ্যমন্ত্রী-
জনসংযোগে দু'টি পাতা একটি কুঁড়ি। বুধবার সকালে জলপাইগুড়ির চালসার হোটেল থেকে বেরিয়ে আইভিল চা বাগানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর দেখা হয় স্কুল পড়ুয়াদের সঙ্গে। তাদের সঙ্গে কিছু কথা সেরে নেন তিনি। পরে আইভিল বাগানে চা পাতা তোলেন মুখ্যমন্ত্রী। ঠিক যে ছবি দেখা গিয়েছিল গত ডিসেম্বরে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভাব-অভিযোগ তুলে ধরেন চা-শ্রমিকরা। পথে একটি মুদিখানায় কেনাকাটা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবাড়িতে চায়ের দোকানে ঢুকে চা বানান। খাওয়ানও সকলকে।
অন্য মুডে সৌগত, সাঁতার কাটলেন পুলে-
প্রচারের ফাঁকে অন্য মুডে সৌগত রায়। এদিন দমদমে গিয়ে সুইমিং পুলে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, 'পুলে নামার সুযোগ পেলাম। এটা ছোট পুল। সাঁতারের জন্য নয়। কিন্তু, এই গরমে জলে নামলে খুব আরাম হয়। এনজয় করলাম।'
সুকান্তর মনোনয়ন জমা-
রাজ্যে ৪২-এ ৪২ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলছে মনোনয়ন জমার পর্ব। এদিন মনোনয়ন জমা দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে সুকান্ত বলেন, 'যেভাবে আজ মানুষজন এসেছেন তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে তাঁরা আবার মোদিজিকে আশীর্বাদ করতে চান। আমরা ঐতিহাসিক জয়লাভ করব এবং এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেব।'
গুগলি ঝোল খেলেন তৃণমূল প্রার্থী-
এবার ভোট প্রচারে বেরিয়ে গ্রামের গৃহবধূর হাত থেকে তৃপ্তি করে গুগলির ঝোল খেলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। রান্না এতটাই ভাল লেগেছে যে শেষে চামচ ছেড়ে দিয়ে হাতে করে একেবারে বাটি চেটেপুটে খেলেন প্রার্থী। বললেন, মা যে জিনিসটাই খাওয়ান সেটাই তো অমৃত !
আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভা এলাকায় প্রচার করেন মিতালি বাগ। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর এলাকায় জনসংযোগ শুরু করেন প্রার্থী। চৈত্রের কাঠফাটা রোদ গায়ে মেখে একেবারে গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে জনসংযোগ করেন তিনি। প্রবীণ মহিলার পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও দেখা যায় প্রার্থীকে। গ্ৰামের মহিলাদের জড়িয়ে ধরে জনসংযোগ করেন। প্রচার করতে করতে ভাদুর এলাকার পোড়াবাগানে এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েন প্রার্থী। গল্পের ছলে বাড়িতে কি কি রান্না হয়েছে জিজ্ঞাসাবাদ করেন তিনি। গুগলির ঝোলের কথা বলতেই তাঁর পছন্দের কথা জানিয়ে দেন গৃহস্থকে। তারপরেই এক বাটি ভর্তি গুগলির ঝোল এনে চামচে করে তৃণমূল প্রার্থী মিতালি বাগকে খাইয়ে দেন গৃহবধূ। এরপর চামচ ছেড়ে একেবারে হাতে করে গুগলি ঝোলের বাটি চেটেপুটে খেয়ে নেন।
দীপ্সিতাকে মিস ইউনিভার্স কটাক্ষ !
প্রচার জমজমাট। চরমে বাগ্যুদ্ধ। হুগলির শ্রীরামপুরে তিন বারের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবার বিজেপির কবীরশঙ্কর বসুর এবং সিপিএমের দীপ্সিতা ধরের সঙ্গে। কয়েকদিন আগেই প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেন দীপ্সিতা। তিনি বলেছিলেন, '১৫ বছরে এক দিনের জন্যও আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি। ভোটের আগে হাতজোড় করে ঘোরা ছাড়া আর কখনও আমার এলাকার কোনও সমস্যায় ওঁকে পাশে পাইনি। এমন একজন MP রেখে লাভ কী, যাঁকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না, মিস্টার ইন্ডিয়া। তাতে হাতে ঘড়ি পরলে অনিল কপূর অদৃশ্য হয়ে যেতেন। আমাদের এমপির অবস্থাও তাই। উনি খালি ঘড়ি পরেন না, এমনি এমনিই অদৃশ্য হয়ে যাচ্ছেন।'
বুধবার ডোমজুড় বিধানসভার লিলুয়ায় প্রচার করেন কল্যাণ বন্দ্যোপ্যাধ্যায়। সেখানেই, রবীন্দ্রনাথের কবিতার উল্লেখ করে নিজেকে শিশিরবিন্দুর সঙ্গে তুলনা করেন সাংসদ। কটাক্ষ করেন সিপিএম প্রার্থীকে। বলেন, 'কোনও একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছেন। মিস ইউনিভার্স দেশ-বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন, মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। ওঁর সারা জীবনে ঘাসের ওপর শিশিরবিন্দু দেখার সৌভাগ্য এখানে হয়েছে।'
কেন্দ্রীয় নিরাপত্তা অভিজিৎ-অর্জুনকে-
লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও। এখন থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অর্জুন সি। এর পাশাপাশি বিজেপি নেতা অভিজিৎ বর্মন এবং তাপস দাসকেও দেওয়া হবে এক্স ক্যাটেগরির নিরাপত্তা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।