Indias iphone Dream Hit : চিন থেকে আইফোন তৈরির কারখানা ভারতে সরতেই একের পর এক বাধা তৈরি হচ্ছে। কদিন আগেই ভারতে থেকে কারখানা সরিয়ে নেওয়ার জন্য অ্যাপলকে পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ভারতে। যদিও টিম কুকের তরফে সেরকম নেতিবাচক বার্তা আসেনি ভারতে। এবার খোদ ভারতে আইফোন তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা।

 ফক্সকনের ভারতের আইফোন ইউনিটে ধাক্কা

অ্যাপলের প্রধান উৎপাদন অংশীদার ফক্সকনের ভারতীয় আইফোন তৈরি কারখানা থেকে ৩০০ জনেরও বেশি চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান চলে গেছে। রিপোর্ট বলছে, চিন ফক্সকনের এই ইঞ্জিনিয়ারদের ভারত থেকে সরিয়ে নিচ্ছে। এতে ভারতে আইফোন তৈরির কাজে বাধা তৈরি হবে। ইতিমধ্যেই ফক্সকন তাদের কাজে অপ্রত্যাশিত ব্যাঘাতের সম্মুখীন হচ্ছে। আইফোনের কারখানায় গুরুত্বপূর্ণ এই দক্ষ কর্মীদের গত দু'মাস ধরে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্লুমবার্গ সূত্রের মতে, হঠাৎ করে চলে যাওয়ার ফলে কারখানার কাজে সাপোর্ট করার জন্য কেবল তাইওয়ানের কর্মীরা থাকবেন। যা অ্যাপল আইফোন ১৭ এর প্রস্তুতি জোরদার করার কাজে একটা উদ্বেগজনক ঘটনা।

এই খবর অ্যাপলের চিন থেকে ভারতে উৎপাদন স্থানান্তরের প্রচেষ্টার উপর কিছুটা হলেও ছায়া ফেলছে। তবে এতে আইফোনের গুণমানের ওপর যে কোনও প্রভাব পড়বে না, তা সহজেই বলা যায়। কারণ কোম্পানি তার গুণমানের দিকে যথেষ্ট নজর দেয়। তবে দক্ষ শ্রমিকের এভাবে ভারতের এখন ফক্সকনের আইফোনের কারখানায় উৎপাদনে দেরি হতে পারে। বিশেষ করে প্রি লঞ্চের সময় এই চিনা ইঞ্জিনিয়ার চলে যাওয়ার ঘটনা প্রভাব ফেলতে পারে প্রোডাকশনে।

বেজিং প্রতিভা ও প্রযুক্তির ওপর আরও জোরদার নিয়ন্ত্রণ শুরু করেছেতবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ফক্সকন কারখানা থেকে চিনের কর্মী প্রত্যাহার কোনও কাকতালীয় ঘটনা নয়। ব্লুমবার্গ নিউজের মতে, চিন সরকার তার নিয়ন্ত্রক সংস্থা ও প্রাদেশিক কর্মকর্তাদের ওপর ইতিমধ্যেই চাপ দিতে শুরু করেছে। তারা যেন ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী উৎপাদন কেন্দ্রগুলিতে প্রযুক্তিগত দক্ষতা ও সংবেদনশীল সরঞ্জাম বাইরে না যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে এই আধিকারিকদের। চলমান মার্কিন-চিন বাণিজ্য উত্তেজনার মধ্যে চিন থেকে সাপ্লাই চেন স্থানান্তরের বিরুদ্ধে আমেরিকার প্রচেষ্টাকে প্রতিরোধ করতে চাইছে চিন। যার কৌশল হিসাবেই ভারতে থেকে চিনা ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠানো হচ্ছে। 

আগে কী বলেছিলেন টিম কুক

এই নীতি অ্যাপলের মতো কোম্পানিগুলির জন্য তীব্র প্রভাব ফেলেছে, যার সিইও টিম কুক অতীতে স্বীকার করেছেন, " চিন শ্রমিক দক্ষতায় উন্নত, সে দেশে সরঞ্জামগুলিও অনেক অ্যাডভান্স। আমাদের যে পণ্যগুলির প্রয়োজন হয়, তা সত্যিই উন্নত সরঞ্জাম ও নিখুঁত পণ্য় তৈরি করতে পারে, যা আপনি কেবল চিনেই পেতে পারেন।"