Ketan Parekh News: স্টক মার্কেটের অপারেটর কেতন পারেখকে অনেক আগেই বাজার থেকে নিষিদ্ধ করেছিল সেবি। তবে আড়াল থেকে শেয়ার বাজারে (Ketan Parekh) তিনি কারসাজি করছিলেন। সেবি এই বিষয়ে তদন্ত করতে শুরু করে। কেতন পারেখের গুপ্ত নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায়, প্রমাণ হাতে আসার সঙ্গে সঙ্গেই কেতন পারেখকে শেয়ার বাজার (Front Running Scam) থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আরও একবার। অবৈধ উপায়ে উপার্জিত ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্তও করেছে সেবি (SEBI Order)। এমনকী তাঁর সমস্ত সন্দেহজন ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে।
২ জানুয়ারি সেবি এই আদেশের সঙ্গে প্রকাশ্যে এসেছে শেয়ার বাজারের এক গোপন জালিয়াতির ঘটনা। ২০০০ সালে শেয়ার বাজারে কেলেঙ্কারির পরে কেতন পারেখ দীর্ঘদিন জেলে ছিলেন। এমনকী সেই সময় ১৪ বছরের জন্য তাঁকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২ জানুয়ারি সেবি তাঁর আদেশে সিঙ্গাপুরের স্টক ট্রেডার রোহিত সালগাঁওকরকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
কেতন পারেখ জালিয়াতি করছিলেন এভাবে
সেবি ১৮৮ পাতার একটি সেবি নির্দেশ জারি করে জানিয়েছে আমেরিকা ভিত্তিক বড় ফান্ড হাউজের ব্যবসায়ীরা ভারতের শেয়ার বাজারে লেনদেনের জন্য রোহিত সালগাঁওকরের কাছ থেকে পরামর্শ নিতেন। এমনকী অনেক গোপন তথ্যও শেয়ার করতেন। আর এই গোপন তথ্য তিনি কেতন পারেখকে জানাতেন। এর জন্য কেতন পারেখ তিনি একটি ফ্রন্ট রানার নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এদের মধ্যে শেয়ার ব্রোকার ও তাঁর কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন। এরা সাধারণত শেয়ার কিনতেন বা কেনার পরিকল্পনা করতেন।
এভাবে বাস্তুবায়িত হয়েছিল পরিকল্পনা
রোহিত সালগাঁওকরের পাঠানো তথ্য গোপনীয় ছিল এবং তা কোনো পাবলিক প্ল্যাটফর্মে পাওয়া যায়নি। আর এভাবেই কোনো কোম্পানি বা শেয়ার ব্যবসায়ীর গোপন পরিকল্পনা আগে থেকে জেনে অনেক টাকা উপার্জন করছিল মানুষজন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: SSC GD Constable 2025: ৪০ হাজার পদে কনস্টেবল নিয়োগ করবে SSC, এই দিন থেকে শুরু পরীক্ষা