নয়াদিল্লি: দৈনিক করোনা সংক্রমণে আরও পতন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন (Daily COVID Update 6 March)। গতকালের পরিসংখ্যান এই সংখ্যা ছিল ৫ হাজার ৯২১। একই সঙ্গে সুস্থতার হারও সন্তোষজনক জায়গা, ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭৫৪ জন করোনা রোগী।


রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (MoH) যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে (COVID Deaths)। এক দিন আগে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৯। সেই তুলনায় এ দিন রোগীমৃত্যু কম হলেও, তা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৩৬ জন মানুষ।


কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর (Active Corona Cases) সংখ্যা ৫৯ হাজার ৪৪২, গতকাল যা ছিল ৬৩ হাজার ৮৭৮। সংক্রমণ এবং মৃত্যু, দুইয়ের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন ১২৪ জন। মহারাষ্ট্রে ৫৩৫ জন নতুন করে আক্রান্ত। সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের।বাংলায় নতুন আক্রান্তের সংখ্যা ১০২। শনিবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, প্রাণহানি নেই।


আরও পড়ুন: PPF Update: কর বাঁচাতে একাধিক PPF অ্যাকাউন্ট খুলেছেন ? সরকার নিচ্ছে কড়া পদক্ষেপ


নতুন বছরের শুরুতে যে ভাবে হু হু করে বাড়ছিল সংক্রমণ, সেই তুলনায় এখন পরিস্থিতি এনেকটাই নিয়ন্ত্রণে। তবে করোনার চতুর্থ ঢেউ (COVID019 Fourth Wave) আছড়ে পড়ার আশঙ্কা এখনই পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ মালয়েশিয়া, চিনের মতো দেশেও এখও সংক্রমণ অব্যাহত।


চিনা  (China) মূল ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জন সংক্রমিত হয়েছেন। মালয়েশিয়ায় (Malaysia)আবার দৈনিক সংক্রমণ ৩৩ হাজার ৪০৬। সম্প্রতি বিদেশফেরত ৩৪২ এবং ৩৩ হাজার ৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। মারা গিয়েছেন ৬৭ জন।