Gautam Adani Networth: মাত্র ১০ দিনের মধ্যে বদলে গেল চিত্রটা। তলানিতে থাকা আদানি গোষ্ঠীর শেয়ারের দুরন্ত গতি ফের দালাল স্ট্রিটের মসনদে বসাচ্ছে গৌতম আদানিকে। পরিসংখ্যান বলছে, ৩৫ থেকে এখন বিশ্বের ধনীদের তালিকায় ২৫ নম্বরে উঠে এসেছেন তিনি। শীঘ্রই প্রথম দশে ঢুকে পড়তে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান।


Hindenburg Report: হিন্ডেনবার্গ রিপোর্টের পর অঘটন
গত ২৪ জানুয়ারি আমেরিকার শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্টের পরই তলানিতে চলে আসে আদানি গ্রুপের স্টক। গৌতম আদানির বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে হিসেবে কারচুপির অভিযোগ আগে হিন্ডেনবার্গ। এরপরই বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় তিন নম্বর থেকে ৩৫ নম্বরে নেমে আসেন গৌতম আদানি। তবে গত কয়েকদিন ধরে গৌতম আদানির সম্পদের পরিমাণ বেড়েছে। সেই কারণে ফের বিশ্বের ধনীদের তালিকায় দ্রুত উঠে এসেছে গৌতম আদানির স্থান।


Forbes Real Time Billionaires: একদিনে ১৪০ কোটি সম্পদ 
ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায়, গৌতম আদানি গত ২৪ ঘণ্টায় ১৪০ কোটির সম্পদ সংগ্রহ করেছেন। গত ১০ দিনে বিশ্বের ধনীদের তালিকায় ৩৫ নম্বর থেকে গৌতম আদানি অনেকটাই উঠে এসেছেন। যদি আদানি গ্রুপের উপর বিনিয়োগকারীদের আস্থা এভাবেই বাড়তে থাকে, তবে গৌতম আদানি শীঘ্রই বিশ্বের শীর্ষ ১০ ধনীদের তালিকায় ঢুকে পড়বেন।


Gautam Adani Networth: ধনীদের তালিকায় কত নম্বরে গৌতম আদানি


ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের মতে, বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট $211.1 বিলিয়ন। এলন মাস্ক দুই নম্বরে। যেখানে গৌতম আদানি এই তালিকায় ২৫ নম্বরে রয়েছেন। যদিও শীর্ষ দশ থেকে অনেক দূরে রয়েছেন আদানি। তার মোট সম্পদের মূল্য এখন ৪৬৩ কোটিতে পৌঁছেছে।


Mukesh Ambani Networth: কোন অবস্থানে মুকেশ অম্বানি


ধনীদের তালিকায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি শীর্ষ দশে অষ্টম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫৬ কোটি ডলার। ৯ নম্বরে রয়েছেন স্টিভ বলমার, যার মোট সম্পদ ৮২০ কোটি। দশম স্থানে রয়েছেন ল্যারি পেজ, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২০ কোটি ডলার।


আদানি গ্রুপের শেয়ারে উত্থান দেখা গেছে


আদানি গ্রুপের শেয়ার গত কয়েকদিন ধরে ভাল বৃদ্ধি দেখা গেছে। বর্তমানে বিনিয়োগকারীরা আদানি গ্রুপের প্রতি আস্থা রাখছেন। গত কয়েকদিন ধরে এর অনেক কোম্পানি আপার সার্কিট বসিয়েছে। আদানি এন্টারপ্রাইজ বৃহস্পতিবার 4.49 শতাংশ কমেছে ও শেয়ার প্রতি 1,948 টাকায় লেনদেন করছে। অপরদিকে, গ্রুপের ৬টি কোম্পানির শেয়ার ঊর্ধ্বগতিতে ছুটছে।


RBI Update: ব্যাঙ্কঋণ নেওয়া ২০ উদ্যোগপতির ওপর নজর রাখছে RBI, হিন্ডেনবার্গের রিপোর্টের ফল !