কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ২০১৭-র শেষ থেকে ২০১৯, নিয়োগ দুর্নীতির টাকা সরাতে এই ৭৫টি অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ইডি-র জিজ্ঞাসাবাদে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সোমা (SSC Case)।
কুন্তলের থেকে সোমা টাকা প্রাপ্তির কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন
নিয়োগ দুর্নীতিতে প্রথমে কুন্তলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে। এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, ২০১৭ সালের শেষ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গিয়েছে। এই ৭৫টি অ্যাকাউন্টের মধ্যে একটি সোমার। এবিপি আনন্দের ক্যামেরায় সোমা টাকা প্রাপ্তির কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন। ৫০ লক্ষ টাকা ঋণ হিসেবে কুন্তলের কাছ থেকে নিয়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু স্বল্প দিনের পরিচয়ে কেন কুন্তল ওই বিপুল পরিমাণ টাকা সোমাকে দিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Santanu Banerjee: কুন্তলের পর নজরে আর এক তৃণমূল নেতা, নিয়োগ দুর্নীতিতে হুগলির শান্তনুকে তলব ইডি-র
নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে ফের এদের জামিনের বিরোধিতা করে জেল হেফাজত চাওয়া হবে।সিবিআই সূত্রে দাবি, কুন্তলের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ মিলেছে। পাশাপাশি, চাকরিপ্রার্থীদের বিএড কলেজে ভর্তি থেকে শুরু করে ইন্টারভিউয়ে বসা, পাস করিয়ে নিয়োগ পাইয়ে দেওয়া, গোটা প্রক্রিয়াতেই কুন্তল যুক্ত ছিলেন বলে সিবিআইয়ের দাবি। অন্য়দিকে, তাপস মণ্ডলকে জেলে গিয়ে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই সমস্ত তথ্যই আজ আদালতে জানাবে সিবিআই।
এ দিকে, কুন্তলের পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে আরও এক তৃণমূল নেতার নাম উঠে এল, তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়, হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি। শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার কাছ থেকে তিনি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।
দুর্নীতিতে আরও এক তৃণমূল নেতার নাম উঠে এল
এর আগে, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে। ইতিমধ্যেই একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।