Cyber Attack: হ্যাকিংয়ের বিষয়ে শুনলেও নিজের ফোনে হ্যাকার হানা হয়েছে কিনা বুঝতে পারি না আমরা। ফলে ফোনে সমস্যা সৃষ্টি হলেও তুচ্ছ বলে তা এড়িয়ে যায় বেশিরভাগ ব্যবহারকারী। এই অবহেলার সুয়োগ নেয় হ্যাকাররা। ফোন আপনার হলেও নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। কীভাবে বুঝবেন , হ্যাকার হানার লক্ষণ।  


Smartphone Tips: যেকোনও মুহূর্তে ঘটতে পারে এই ঘটনা
আজকাল প্রায় সবার হাতেই স্মার্টফোন দেখা যায়। কলিং, চ্যাটিং বা গেমিং ছাড়াও এখন স্মার্টফোন ব্যাঙ্কিং, ব্যক্তিগত ও পেশাগত কাজেও ব্যবহৃত হয়। স্মার্টফানের এই মাত্রাতিরিক্ত ব্যবহারে বিপদ বেড়েছে আরও। বেশি সময় ফোন ব্যবহারে বেশি সুযোগ পাচ্ছে হ্যাকাররা। অনেক ক্ষেত্রে আপনার ফোন হ্যাক করে ফোনের ডেটার অপব্যবহার করছে তারা। এমনকী আপনার ফোনের তথ্য নিয়েই ব্ল্যাকমেইল করা হচ্ছে আপনাকে। এই সমস্যা এড়াতে, সময়মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে এই কাজ তখনই সম্ভব হবে, যখন আপনি আপনার ফোন হ্যাক হয়েছে 
কি না বুঝতে পারবেন। আজ আমরা আপনাকে এমন কিছু কৌশল বলব, যার মাধ্যমে আপনার ফোন হ্যাকের বিষয়ে নিশ্চিত হতে পারবেন আপনি। 


Cyber Attack: আপনার ফোন হ্যাক হয়েছে কি না তা জানতে নিচের বিষয়গুলি বুঝে নিন 
আপনি যদি হঠাৎ করে কেনাকাটা বা ব্যাঙ্কিং সংক্রান্ত লেনদেন বার্তা পেতে শুরু করেন, তাহলে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে। 
আপনার স্মার্টফোনে আসা প্রতিটি বার্তা সাবধানে পড়ুন। কখনও কখনও মানুষ তাদের উপেক্ষা করে। 
আপনি যদি এই ধরনের বার্তা দেখতে পান, তাহলে অবিলম্বে আপনার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করুন।


যদি আপনার ফোন বার বার বন্ধ বা রিস্টার্ট হতে থাকে, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। 
বিশেষজ্ঞরা বলছেন, এটিও ফোন হ্যাক হওয়ার একটি লক্ষণ। এমন পরিস্থিতিতে, অবিলম্বে ডেটা ব্যাকআপ করুন ও ফোনের ফর্ম্যাট করে ফেলুন।


দেখা গেছে, অনেক সময় ফোন হ্যাক করার পর সাইবার অপরাধীরা ফোনের অ্যান্টি ভাইরাস বন্ধ করে দেয়। 
ফোনে উপস্থিত অ্যান্টিভাইরাস কাজ না করলে তা ফোন হ্যাক হওয়ার ইঙ্গিত দিতে পারে।


স্মার্টফোন খুব ধীরে কাজ করলে সতর্ক হয়ে যান। এটি ফোন হ্যাক হওয়ার লক্ষণও হতে পারে। 
আসলে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাকাররা ফোন হ্যাক করা শুরু করে ও বিটকয়েন মাইনিংয়ের জন্য ব্যবহার করে। এর ফলে ফোন হ্যাং হয়ে যায়।


আরও পড়ুন : SBI Alert: ৬৭ বছর পূর্তি, গ্রাহকদের ৬০০০ টাকা করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ?