State Bank Of India: ব্যাঙ্কের প্রতিষ্ঠার ৬৭ বছর উপলক্ষে গ্রাহকদের জন্য 'দরাজ হস্তে দান' শুরু করেছে স্টেট ব্যাঙ্ক ! ৬,০০০ টাকা করে প্রতিটি গ্রাহককে দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সম্প্রতি এরকমই একটি বার্তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনার কাছে এই ভাইরাল মেসেজ এসেছে কি ?


SBI Alert: এসবিআই টুইট করে এই তথ্য জানিয়েছে
সম্প্রতি এই ভাইরাল বার্তার খবর সামনে আসতেই গ্রাহকদের ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক। SBI -এর তরফে জানানো হয়েছে, গ্রাহকদের জন্য সময়ে সময়ে বিভিন্ন ধরনের অফার আনে কোম্পানি। তবে SBI তার গ্রাহকদের ৬০০০ টাকা দেওয়ার কোনও স্কিম শুরু করেনি। এই স্কিম সম্পূর্ণ ভুয়ো। এই বলেই অবশ্য থেমে থাকেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্ক তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, ''অনেক সাইবার অপরাধী তাদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর, ভর্তুকি, বিনামূল্যের অফার, বিনামূল্যে উপহারের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রতারণা করেছে। অফারের সুবিধা নেওয়ার জন্য অনেক সময় গ্রাহকরা তাদের ব্যাঙ্কের বিবরণ, ব্যক্তিগত তথ্য শেয়ার করে ঠগদের ফাঁদে পা দিচ্ছেন।''


State Bank Of India: কোন পথে প্রতারণা ?


সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গ্রাহকদের নিশানা করছে প্রতারকরা। প্রথমে বলা হচ্ছে, SBI-এর ৬৭তম বার্ষিকীতে ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠাবে। যা শুনেই অনেক গ্রাহক ফাঁদে পা দিচ্ছেন। এরপর তাদের কাছে ৩ থেকে ৪টি প্রশ্নের উত্তর চাইছে জালিয়াতরা। শেষে টাকা পেতে গ্রাহকদের নাম, ঠিকানা, আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মতো ব্যাঙ্কিং তথ্য জেনে নেওয়া হচ্ছে। ভুল করে এই তথ্য দিয়ে দিলেই খালি হবে আপনার অ্যাকাউন্ট।


SBI Alert: প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবেন


এর আগে এসবিআই তাদের গ্রাহকদের প্যান কার্ডের নামে প্রতারণার বিষয়ে report.phishing@sbi.co  ইমেলের মাধ্যমে একই অভিযোগ করতে পারেন।


State Bank Of India: গ্রাহকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে মাসে তিনবার দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহক। তবে কেবল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা দেওয়া হবে। ঘরে বসেই ব্যাঙ্কের অনেক পরিষেবার সুবিধা নিতে পারবেন এই গ্রাহকরা।


SBI Free Doorstep Banking: ট্যুইট করে এই তথ্য জানিয়েছে স্টেট ব্যাঙ্ক


ট্যুইটে SBI লিখেছে, ব্যাঙ্কের বিশেষভাবে সক্ষম গ্রাহকরা মাসে তিনবার বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন।এসবিআই এর সঙ্গে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে এর প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।


State Bank Of India: ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধার জন্য কীভাবে রেজিস্টার করবেন ?


এসবিআই গ্রাহকরা ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে এর জন্য নিজেদের রেজিস্টার করতে পারেন। ব্যাঙ্ক এর জন্য দুটি নম্বর দিয়ে দিয়েছে। এই নম্বরগুলো হল- 18001037188 ও আপনি যদি SBI-এর ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা 18001213721-এর জন্য রেজিস্টার করতে চান, তাহলে আপনি এই নম্বরগুলিতে কল করতে পারেন।


আরও পড়ুন : 5G Internet: ইন্টারনেটের গতির পরীক্ষায় অনেক পিছিয়ে ভারত ! প্রথম তিনে আছে এই দেশগুলি