Stock Price Fall: জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টকে ব্যাপক পতন। এই সংস্থা এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে গত ২৭ এপ্রিল গুরগাঁও এবং আমেদাবাদের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালানোর পরে মঙ্গলবার এই সংস্থার শেয়ারের দাম (Gensol Engineering Share Price) ৫ শতাংশ আরও কমে গিয়েছে। সংস্থার শেয়ারের উপর (Stock Price) প্রবল চাপ রয়েছে এবং এই শেয়ারে ব্যাপক বিক্রি দেখা যাচ্ছে। আর এই কারণেই স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে এসেছে, এখন ট্রেড করছে ৮১.৩৬ টাকায়।
মাত্র এক মাসের মধ্যেই জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার শেয়ারের দাম ৫০ শতাংশ এবং মাত্র ৬ মাসেই এই শেয়ারের দাম ৯০ শতাংশ কমে গিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীদের মূলধন প্রায় ৯০ শতাংশ কমে গিয়েছে রেকর্ড উচ্চতা থেকে। সোমবার জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থা জানিয়েছে যে তাদের দুটি অফিসে ইডি তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং আর্থিক রেকর্ডের কাগজপত্র বাজেয়াপ্ত করেছে।
এই সংস্থা স্টক এক্সচেঞ্জকে আরও জানিয়েছে যে, ইডির পদক্ষেপের পরে তাদের আর্থিক প্রভাবের সম্পূর্ণ বিবরণ এখনও জানা যায়নি।
ব্যাপক হারে কমেছে জেনসোল ইঞ্জিনিয়ারিং শেয়ারের দাম
উল্লেখ্য যে, এই মাসের শুরুতে সেবি জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের উপর নজরদারি বাড়িয়েছিল, সংস্থার কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল ইডি। ১৫ এপ্রিল সেবি জেনসোলের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় এবং সংস্থার বিরুদ্ধে ব্যবসায়িক উদ্দেশ্যে নেওয়া অর্থ ব্যক্তিগত বিলাসিতায় ব্যয় করার অভিযোগ আনে। সেবির পদক্ষেপের পরে দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান পাওয়ার ফিনান্স কর্পোরেশন (PFC) এবং ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (IREDA) জেনসোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
পিএফসি অভিযোগ জানিয়েছে যে জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থা ঋণ খেলাপি করেছে, অন্যদিকে ইকোনমিক অফেন্স উইং জানিয়েছে জেনসোল এই ঋণের ফান্ড পাওয়ার জন্য জাল নথি জমা দিয়েছিল। IREDA জানিয়েছে তাদের পরীক্ষা এবং ঝুঁকি কমিটি নিখুঁতভাবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং এই তদন্ত সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তা পুনরুদ্ধার, ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)