Gold Price: বিয়ের মরশুম পড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গত সপ্তাহেও দামে পতন লক্ষ করা গিয়েছিল, কিন্তু আজ সোমবার সপ্তাহের শুরুতেই ব্যাপক বাড়ল সোনার দাম। সপ্তাহান্তেও দাম বাড়তে শুরু হয়েছিল, আন্দাজ পাওয়া গিয়েছিল। তার আগে যে হারে দাম কমছিল, তাতে সোনা কেনার সুযোগ পেয়েছেন অনেকেই। এবার বিয়ের মরশুমে বাড়তি দামে সোনা কিনতে চাইছেন ? চটজলদি একবার রেটচার্তে চোখ বুলিয়ে নিন।
সোনার দাম যে হারে ওঠানামা করে, তাতে কোনদিন কী দাম চলছে বুঝে ওঠাই দুষ্কর। তাই প্রতিদিনই রেটচার্ট দেখে নেওয়া দরকার। অন্যদিন যে হারে দাম কমছিল তার তুলনায় আজকে সপ্তাহের শুরুতেই বাজারে দাম (Gold Silver Price Today) বাড়ল অনেকটাই। ২৪ ক্যারেট সোনার দাম ১১ টাকা বেড়ে হয়েছে ৬২৫০ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও প্রতি গ্রামে ১১ টাকা বেড়ে হয়েছে ৬০৩৮ টাকা। একটা বিষয় খেয়াল রাখতে হবে সোনা কেনার দাম আর বিক্রি করার দামে পার্থক্য আছে। যেখানে ৬০৩৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৮৭ টাকা। বিক্রির দাম সপ্তাহান্তে ছিল ৫৬৭৭ টাকা, ফলে আজ বাজারে এই দামও বেড়েছে প্রতি গ্রামে ১০ টাকা হারে। রুপোর দামেও লাফ লক্ষ করা গিয়েছে আজ।
আজকের সোনার দর (২৯ জানুয়ারি, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৬২৫০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬০৩৮ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৫৬৮৭ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৪৯৭৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৭১৫৮০ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
গত সপ্তাহে কেমন দাম ছিল ?
গত সপ্তাহের আগের সপ্তাহেও শনিবারে দাম বেড়েছিল সোনার। ২০ জানুয়ারি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬০১৩ টাকা। সেই তুলনায় শেষ শনিবার ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা প্রতি গ্রাম এবং ২২ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা। হিসেবে দেখা যাচ্ছে, ২ সপ্তাহের মধ্যে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৭ টাকা বেড়েছে। এই বাড়তি দামের ট্রেন্ড কতদিন চলবে, সেটাই দেখার।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।