অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে,  একের পর এক দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের শাসকদলের হেভিওয়েটরা। এদিকে এহেন সময়ে বিজেপির পাঁচ নেতাকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার পুলিশ। মূলত আজ জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার (BJP)। তার ঠিক আগেই ঠিক কী কারণে গ্রেফতার হলেন যুব মোর্চার জেলার সেক্রেটারি-সহ গ্রেফতার ৫?


অভিযোগ, রাজ্যে অন্যায় অত্যাচার ও মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। এরই প্রতিবাদে আজ জেলা, পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার। আর তার নেতৃত্ব দেবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। মূলত, গতকাল যখন মাইকিং প্রচার চলছিল বিজেপির তরফে তখনই কেশিয়াড়ি থানার পুলিশ বিজেপির এই মাইকিং প্রচারের গাড়িকে আটকায়। তাঁদের পারমিশনের কপি দেখতে চায় পুলিশ। তখন পারমিশন কপি না দেখাতে পারায় তাঁদেরকে আটক করে গাড়ি-সহ নিয়ে আসা হয়। এবং প্রচার গাড়িতে থাকা পাঁচ জনকে পুলিশ এর রাতেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এবং আজ তাদের খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বিজেপির এই মাইকিং প্রচার নিয়ে কোনও বৈধ অনুমতি না থাকার কারণেই প্রচার গাড়ি-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।  জেলার যুব মন্ডলের সেক্রেটারি সৃজন ঘোষ। কেশিয়াড়ি মন্ডল ফোর এর যুব মোর্চার সভাপতি কল্যাণ সুন্দর পাল। মন্ডলের সহ-সভাপতি দুলাল দাস। কেশিয়াড়ি মন্ডলের সেক্রেটারি প্রদীপ পাত্র -সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন, বাংলা থেকে বিহারের পথে রাহুলের 'ন্যায়যাত্রা', কী বার্তা রাহুলের ?


প্রসঙ্গত, রাজ্যের একের পর এক মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। নিয়োগ দুর্নীতি মামলা তো আছেই, সঙ্গে রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে তথৈবচ অবস্থা একাধিক জেলার শীর্ষস্থানীয় নেতাদের। পরবর্তী আরও কী পদক্ষেপ নেওয়া হবে, সেগুলি কেউ খোলা মঞ্চে খোলসা না করলেও, শাসকদলের সব নেতা জেলে যাবে, এমন হুঁশিয়ারি বহুবার বলতে শোনা গিয়েছে। আর যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তার উপর নয়া সংযোজন সন্দেশখালিকাণ্ড। যেখানে ইডি অভিযান হতেই চলে হামলা, ছাড় পায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যম। যদিও অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। এমন এক পরিস্থিতিতে গ্রেফতার হলেন ৫ বিজেপি নেতা।