Gold Rate:  আজ ৭ ফেব্রুয়ারি সোনার দামে বড় বদল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারে রেপো রেট কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। তবে এই সুদের হার কমালেও সোনার দামে কোনো কমতি নেই বাংলার বাজারে। গতকালের থেকেও (Gold Rate) আজকের বাজারে বেড়ে গিয়েছে সোনার দাম। গতকাল সোনার দাম (Gold Price Today) স্থিতিশীল থাকলেও আজ ফের লাফ সোনার দামে। আজ বাংলায় সোনা কিনতে গেলে কত খরচ হবে ? দেখে নিন রেটচার্টে।

বাংলায় সোনার দাম জানায় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি 

বাজারের ওঠানামার ভিত্তিতে প্রতিদিনই সোনার দামে বদল হয়। রাজ্য অনুসারে সোনার দামও আলাদা, আলাদা। দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার, কবে সোনার দাম (Gold Price) কত। মনে রাখতে হবে ক্যারাট অনুসারে সোনার দাম আলাদা আলাদা। এবিপি লাইভ প্রতিদিন এই তথ্য শেয়ার করে। আজ বাংলার বাজারে সোনার দামের খবর তুলে ধরছে এবিপি লাইভ। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*। 

সোনার দামে ওঠানামা চলতেই থাকে

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট।  প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের  পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার  জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।  

আজকের সোনার দাম (৭ ফেব্রুয়ারি ২০২৫)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৪৪১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮০২০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭৬৮১
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৫৮৫
রুপো (৯৯৯) ১ কেজি ৯৫,৯০৭

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Zomato Name Change: বদলে গেল 'জোমাটো'র নাম ! নতুন লোগো আনল সংস্থা