Zomato New Name: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোর নাম বদলে গেল। সংস্থার বোর্ড অফ মেম্বারস এই বিষয়ে (Zomato Name Change) অনুমোদন দিয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে জোমাটো সংস্থা। নতুন কী নাম হল সংস্থার ?


জোমাটোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল বম্বে স্টক এক্সচেঞ্জকে একটি চিঠিতে জানিয়েছেন, 'যখন থেকে আমরা ব্লিঙ্কইট অধিগ্রহণ করেছি, তবে থেকে কোম্পানি এবং ব্র্যান্ড বা অ্যাপের মধ্যে পার্থক্য করতে আভ্যন্তরীণভাবে জোমাটোর (Zomato) নাম বদলের প্রক্রিয়া শুরু করেছি। জোমাটোর বদলে এবার থেকে এর নাম হবে ইটারনাল'। তিনি আরও জানিয়েছেন যে তারা ভেবেছিলেন, ভবিষ্যতে যেদিন তারা জোমাটো ছাড়িয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবেন, সেইদিন এই নতুন নাম প্রকাশ করা হবে। 'ব্লিঙ্কইটের মাধ্যমে আমরা সেই জায়গাটা অধিকার করতে পেরেছি, এখন আমরা জোমাটো লিমিটেড থেকে সংস্থার নাম বদলে ইটারনাল লিমিটেড করতে চাই', জানান দীপিন্দর গোয়েল।



আরও পড়ুন; GST Notice: ১৬ হাজার কোটির কর ফাঁকির নোটিশ ! বিপাকে এই ব্যাঙ্ক, হুড়মুড়িয়ে পড়ল শেয়ারের দাম


বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের একটি চিঠিতে দীপিন্দর গোয়েল জানান, সংস্থার বোর্ড এই নাম বদলের বিষয়ে অনুমোদন দিয়েছে এবং এই বিষয়ে তাদের সাপোর্ট প্রার্থনা করেছেন তিনি। চিঠিতে তিনি লেখেন, 'যখনই এই নাম বদল অনুমোদিত হয়ে যাবে, আমাদের কর্পোরেট ওয়েবসাইট জোমাটো ডট কম থেকে হয়ে যাবে ইটারনাল ডট কম। আমরা আমাদের স্টক টিকারও জোমাটো থেকে বদলে ইটারনাল করে দেব। ইটারনালের মূলত চারটি প্রধান ব্যবসা থাকবে- জোমাটো, ব্লিঙ্কইট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর।'


তিনি চিঠিতেই স্মৃতিচারণ করেন কীভাবে ২০০৭ সালে 'ফুডিবে' নামে সংস্থা শুরু করে আজ ১৭ বছর পরে তার নাম হয়েছিল জোমাটো এবং ভারতের প্রথম স্টার্ট আপের মর্যাদায় উন্নীত হয়েছিল যা কিনা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। গত বছর ডিসেম্বর মাসেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে এই সংস্থা। এই যাত্রাপথে প্রচুর সম্পদ বৃদ্ধি হয়েছে, শুধু আমার নয়, আমাদের কর্মীর, বিনিয়োগকারীদের এবং শেয়ারহোল্ডারদেরও। কিন্তু আমি শুধু টাকা রোজগারের জন্য জোমাটো শুরু করিনি। জীবনে কিছু বড় কাজ করার লক্ষ্যেই শুরু করেছিলাম এই জোমাটো। বিগত ২ বছর ধরে আভ্যন্তরীণভাবে এই ইটারনাল নামটি আমরা ব্যবহার করছি।'