Share Market Today : ফের ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হল ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)। সোমবারই এই নতুন ঘোষণা করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। একই কথা বলেছে বম্বে স্টক এক্সচেঞ্জও (BSE)। শনিবার হলেও খোলা থাকবে শেয়ার বাজার। কোন শনিবারের জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ?
কী ঘোষণা করেছে BSE, NSE
ফেব্রুয়ারি মাসের ১ তারিখ শনিবার বন্ধ থাকবে না স্টক মার্কেট। পরিবর্তে লাইভ ট্রেডিং সেশন চলবে নিত্যদিনের মতো। আসলে ওইদিন সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বাজার কর্তৃপক্ষ। সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে বাজার। ডেরিভেটিভ সেগমেন্টেও ওই শনিবার নিয়ম ভেঙে ট্রেডিংয়ের জন্য খোলা থাকবে।
স্পেশ্যাল ট্রেডিং সেশন কী
এমনিতে সপ্তাহে পাঁচ দিনের ট্রেডিং সেশন হয় ভারতের শেয়ার বাজারে। যেখানে শনি ও রবিবার বন্ধ থাকে মার্কেট। তবে কোনও বিশেষ কারণ থাকলে বাজার খোলার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জগুলি। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর এটা হবে তাঁর দ্বিতীয়বার বাজেট পেশ। মোদি সরকারের 'বিকশিত ভারত' ও 'অমৃত কালে'র ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বাজেট।
২০২৫ সালে বাজারে ছুটির দিন
ইতিমধ্যেই আগামী বছরে পরার আগেই BSE, NSE বাজারে ছুটির দিন ঘোষণা করেছে। প্রথম ছুটির দিন রয়েছে ২৬ ফেব্রুয়ারি। মহাশিবরাত্রীর দিনে এই ছুটি থাকবে বাজারে। আগামী বছরে ১৪দিন বন্ধ থাকবে ভারতের শেয়ার বাজার। ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভ ও এসএবি সেগমেন্টও মার্কেট হলিডেতে ট্রেডিং সেশন বন্ধ রাখবে । মনে রাখবেন, BSE ও NSE ডমেস্টিক মার্কেটে এইদিনগুলিতে বন্ধ থাকবে বাজার।
সম্প্রতি ডিসেম্বরের শেষে অনেকটাই নেমেছে ইন্ডিয়ান স্টক মার্কেট। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারের প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। তবে আগামী বছরেও দেশের অর্থনীতি শক্তিশালী থাকায় স্টক মার্কেটেও গতি থাকবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আশা রাখছেন মার্কেট অ্যানালিস্টরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Bank Locker Rules: আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?