Gold Silver Price: লক্ষ্মীবারে এসে বিরাট ধাক্কা সোনার দামে। এক লাফে অনেকটাই বেড়ে গেল সোনার দাম। গ্রাম পিছু ১০০ টাকারও বেশি বেড়ে গেল দাম। রুপোর দাম কিছুটা সাধ্যের মধ্যে। সোনার কেনার আগে একবার রেটচার্ট দেখে নিন আজ। 

দামে কত হেরফের হল

এই সপ্তাহের শুরুতে সোমবার দাম খানিক কমতে দেখা গিয়েছিল সোনার। তবে সোমবার সন্ধেয় ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। মঙ্গলবারের বাজারে আবার সাধ্যের মধ্যে ফিরে আসে সোনার দাম। রুপোর দাম এদিন আবার অনেকটাই বেড়ে যায়। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার ২০ মার্চ সোনার দাম অনেকটাই লাফিয়ে বেড়ে গিয়েছে। তাঁর থেকেও আজ বৃহস্পতিবার লাফ দিয়েছে সোনার দাম। অবিশ্বাস্য লাফ। এবার তবে সাধ্যের বাইরেই চলে গেল সোনা ? আজ ২১ মার্চ ২৪ ক্যারাট সোনার দাম বুধের তুলনায় প্রতি গ্রামে ১২৫ টাকা বেড়েছে। গহনার সোনা ২২ ক্যারাটের দাম প্রতি গ্রামে ১১৬ টাকা বেড়ে আজ হয়েছে ৬৪৪৮ টাকা। অন্যদিকে রুপোর দামেও লাফ লক্ষ্য করা গিয়েছে। এক ধাক্কায় ৬০ টাকা কেজিতে বেড়ে গিয়েছে রুপোর দাম। দাম কি ফের বাড়তে থাকবে এবার ? 

আজকের সোনার দর (২১ মার্চ, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৬৭৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৪৪৮
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬০৭৪
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৩১৩

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭৫৫৯১


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

গত সপ্তাহে কত ছিল দাম 

আগের সপ্তাহে বুধবার অনেকটাই দাম কমতে দেখা গিয়েছিল সোনার। ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৬৫১০ টাকা, সেখানে গতকাল দাম হয়েছে ৬৫৫৫ টাকা। অর্থাৎ গ্রামে ৪৫ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। অন্যদিকে ২২ ক্যারাট সোনার দাম গ্রামে যেখানে ছিল ৬২৮৯ টাকা, সেখানে দাম হয়েছে কাল ৬৩৩২ টাকা। আর আজ এই দামের থেকেও বেড়ে গিয়েছে দাম। প্রায় ১০০ টাকার কাছাকাছি গ্রাম পিছু দাম বেড়েছে সোনার। 

আরও পড়ুন: Stocks to Buy: আজও কি উঠবে বাজার? কোন স্টকে নজর রাখতে পারেন?