Gold Rate: আজ শুক্রবার অক্ষয় তৃতীয়া। শুভদিনে সোনা কেনার চল রয়েছে অনেক বাড়িতেই। কিন্তু আজ অন্যান্য দিনের থেকে বেশ কিছুটা দাম বেড়ে গিয়েছিল। তবে আজ একইদিনে দু'বার বাড়ল সোনার দাম। সকালের থেকেও এবার গ্রাম প্রতি ৪৫ টাকা বেড়ে গিয়েছে ২৪ ক্যারাট সোনার দাম।
অক্ষয় তৃতীয়ায় দু'বার বাড়ল সোনার দাম
আজ শুক্রবার দাম কত হল সোনার (Gold Rate Today)? বৃহস্পতিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার বেড়ে গ্রাম প্রতি হয়েছে ৭২৩৭ টাকা। তবে আজ সকালের থেকেও দাম বেড়ে শুক্রবার বিকেলে ২৪ ক্যারাট সোনার দাম হয় ৭২৭২ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৭০২৫ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬৬১৭ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম লক্ষ্মীবারের বাজারে হয়েছে ৫৭৮৮ টাকা। এদিকে ফের আজ বেড়েছে রুপোর দাম। শুক্রবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৪ হাজার ৫০৪ টাকা। সকালের থেকেও শুক্রবার দুপুরে ২৪ ক্যারাট সোনার দাম ৪৫ টাকা প্রতি গ্রামে বেড়ে যায় সোনার।
আজকের সোনার দর (১০ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭২৭২ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭০২৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৬১৭ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭৮৮ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৪,৫০৪ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে বদল
মে মাসের শুরু থেকেই এই দাম কমতে থাকে। শুক্রবারও দাম কমেছিল সোনার। ৫০ টাকা প্রতি গ্রামে কমে গিয়েছিল দাম। তবে সপ্তাহের শুরুতে এসে সেই দাম আবার খানিক বাড়ে। শনিবার তো দাম বেড়েই ছিল, সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে গতকালের থেকে ১৪ টাকা। তবে আজ শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনে লাফ দিয়ে বাড়ল সোনার দাম। আবার একইদিনে দু'বার বাড়ল দাম। আবার কি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে সোনা ?
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।