Tecno Camon 30 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Camon 30 সিরিজের ফোন। টেকনো সংস্থার তরফেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। যদিও কবে Tecno Camon 30 সিরিজ ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই স্মার্টফোন সিরিজের মধ্যে কোন কোন মডেল ভারতে লঞ্চ হবে তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। Tecno Camon 30 সিরিজের মধ্যে রয়েছে Tecno Camon 30, Tecno Camon 30 ৫জি, Tecno Camon 30 প্রো ৫জি এবং Tecno Camon 30 প্রিমিয়াম ৫জি ফোন রয়েছে। ভারতে যে Tecno Camon 30 সিরিজ যে ভারতে লঞ্চ হবে তা এক্স মাধ্যমে ঘোষণা করেছে টেকনো সংস্থা। এক্স মাধ্যমে যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে Sony Lytia ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অন্যান্য টিজার ভিডিওতে দেখা গিয়েছে যে Tecno Camon 30 সিরিজের প্রো ভ্যারিয়েন্টগুলিতে কালো রঙের ভেগান লেদার অপশন থাকবে। গ্লোবাল মার্কেটে Tecno Camon 30 সিরিজ আগেই লঞ্চ হয়েছে। সেই ভ্যারিয়েন্টের মতো মডেলই ভারতে লঞ্চ হবে বলে দেখা গিয়েছে প্রকাশিত টিজারে। অর্থাৎ Tecno Camon 30 সিরিজের বিভিন্ন মডেলের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টেও। অনুমান চলতি মাসেই Tecno Camon 30 সিরিজের ফোনগুলি ভারতে লঞ্চ হবে। 


প্রসেসর এবং ব্যাটারি ও চার্জিং ফিচার 


Tecno Camon 30 4G- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকতে পারে। অন্যদিকে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্টে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এছাড়াও টেকনো Camon 30 Pro 5G এবং Camon 30 Premier 5G- এই দুই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। সমস্ত ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াট পর্যন্ত ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


ক্যামেরা ফিচার ও স্পেসিফিকেশন 


টেকনো Camon 30 ফোনের ৪জি ও ৫জি- দুই ভ্যারিয়েন্টেই থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং এর সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর। অর্থাৎ এই দুই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ফ্ল্যাশ থাকতে চলেছে। Tecno Camon Pro 5G ফোনেও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। 


এর পাশাপাশি Camon 30 Premier 5G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৫০ মেগাপিক্সেলের সেনসর (থ্রি এক্স অপটিকাল জুম), ৫০ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও কোয়াড ফ্ল্যাশ ইউনিট)। সমস্ত ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। 


আরও পড়ুন- আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে, জেনে নিন লঞ্চের আগেই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।