ভারতে সোনার সঙ্গে যোগ রয়েছে  সংস্কৃতি, শখ, বিনিয়োগ ও ধর্মীয় আচারের। ভারতে অবাঙালিদের মধ্যে ধনতেরসে সোনা কেনার রীতি বহু দিনের। ইদানিং সেই সংস্কৃতিকে আপন করে নিয়েছেন বাঙালিরাও। তাই ধনতেরসের ১ দিন আগে থেকেই সোনার দোকানের সামনে লক্ষণীয় ভিড়। তবে ক্রমবর্ধমান দাম চিন্তায় ফেলছে সাধারণকে। বড় গয়নার বদলে অনেকে হালকা কিছু কিনেই বাড়ি ফিরছেন। বিনিয়োগকারীরা সোনাকে একটি নিরাপদ বিকল্প হিসেবে দেখেন। বিনিয়োগকারীদের মতে, সোনা সবসময়ই ভালো রিটার্ন দেওয়ার মতো একটি ধাতু।  দেখে নেওয়া যাক আজ কলকাতার বাজারে সোনার দাম কত। 

Continues below advertisement

দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল ? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* 

আজকের সোনার দাম ( ১৭ অক্টোবর, ২০২৫)                 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৩১৩০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২৪৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৯৪৮
১৮ ক্যারেট ১ গ্রাম ১০২৪০
রুপো (৯৯৯) ১ কেজি  ১৭৯৬৩৪

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

Continues below advertisement

অন্যান্য শহরে সোনার দাম (গুড রিটার্নস অনুসারে) 

দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রাম)

২৪ ক্যারেট - ১,৩২,৯২০ টাকা ২২ ক্যারেট - ১,২১,৮৫০ টাকা ১৮ ক্যারেট - ৯৭,২২০ টাকা

মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রাম)

২৪ ক্যারেট - ১,৩২,৭৭০ টাকা ২২ ক্যারেট - ১,২১,৭০০ টাকা ১৮ ক্যারেট - ৯৯,৫৮০ টাকা

চেন্নাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রাম)

২৪ ক্যারেট - ১,৩৩,০৯০ টাকা ২২ ক্যারেট - ১,২২,০০০ টাকা ১৮ ক্যারেট - ১,০১,০০০ টাকা     

সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি 

  • সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
  • সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না।
  • সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।