নভেম্বর মাস। বাংলায় অগ্রহায়ণ । বাংলায় বিয়ের মরশুম শুরু। ভারতীয়রা বিয়ের জন্য সোনা কেনাকে শুভ বলে মনে করেন। ফলস্বরূপ, সোনা ও রূপার চাহিদা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারতে যে কোনও শুভ উপলক্ষে সোনা ও রূপা কেনা হয়। ভারতীয়রা বিশ্বাস করে যে সোনা কেনা সৌভাগ্য বয়ে আনে। তাই সোনার দাম বাড়ুক বা কমুক, সোনা কিনবেনই বহু মানুষ। বেশ কয়েকদিন ধরেই কমেছিল সোনার দাম। বৃহস্পতিবার ১০ গ্রাম সোনায় প্রায় ১০০ টাকা মতো দাম কমে যায়। ২২ ক্যারেট সোনাকেই আসলে গয়নার সোনা বলা হয়। আর এই গয়নার সোনার দাম অক্টোবরের শেষ সপ্তাহ থেকে অনেকটাই হ্রাস পেয়েছে। দেখে নেওয়া যাক বাংলার বাজারে আজ সোনা কিনতে কত খরচ হবে।
আজকের সোনার দাম ( ৭ নভেম্বর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১৯৯৯ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৪০০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৯১৯ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৩৬০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৮৯৭৭ |
*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
দেখে নিন বৃহস্পতিবার কত দাম ছিল সোনার সোনার দাম ( ৬ নভেম্বর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১৯৬৮ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৩৭০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৮৯০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৩৩৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৬৪০৭ |
মনে রাখবেন, সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।