Gold Price: আজ সোমবার সপ্তাহের শুরুতেই দাম কমল সোনার। গত সপ্তাহে শনিবারে ছিল জগন্নাথদেবের স্নানযাত্রা। সেদিনও দাম খানিক কমেছিল সোনার। আর আজ সেই দাম কমার ধারা অব্যাহত রইল। সোমের বাজারে বড় স্বস্তি পেলেন গ্রাহকরা। আজ কিনলে কত কমে পাবেন সোনার গয়না ? ২৪ ক্যারাট সোনার দাম কতটা কমল আজ ? দেখে নিন রেটচার্টে।
যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
সোমবারের বাজারে কী বদল সোনার দামে ?
আজ সোমবার সোনার (Gold Rate Today) দাম কত? গ্রাম প্রতি সোনার দাম আজ অনেকটা কমে গিয়েছে, দাম এখন ৭১৪১ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের কমে হয়েছে ৬৮২০ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৯৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬০৬ টাকা। সোমবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৮ হাজার ৫৩৯ টাকা, আজ অনেকটাই কমেছে রুপোর দাম।
আজকে সোনার দর কত (২৪ জুন, ২০২৪) ?
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৪১ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৮২০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৪৯৮ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৬০৬ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,৫৩৯ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mutual Fund News: ১০০ কোটি থেকে সম্পদ বেড়ে ৯০ হাজার কোটি, সেবির নজরে এই ফান্ড হাউজ