Gold Silver Price: সোনার দাম এবার বাড়তে শুরু করেছে। এই সপ্তাহের শুরু থেকেই একটু একটু করে দাম বাড়তে দেখা যাচ্ছে সোনার। সোনার রুপোর দামের এই বৃদ্ধিতে স্বস্তি পাবেন কি গ্রাহকরা ? মধ্যবিত্তের সাধ্যের বাইরে ফের চলে যাবে কি সোনা ? দেখে নিন আজ বুধের বাজারে রেটচার্ট কী বলছে, কত দরে বিকোচ্ছে সোনা-রুপো ? 

বুধবারের বাজারে কী বদল সোনার দামে

আজ বুধবার দাম কত হল সোনার (Gold Rate Today)? মঙ্গলবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম খানিক বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২৪২ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৯৯৬ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৯০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৬৫ টাকা। আজ আবার বেড়ে গিয়েছে রুপোর দাম। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে রুপোর দাম প্রতি কেজিতে ৯৪ হাজার ৭১২ টাকা। 

আজকের সোনার দর (২৯ মে, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭২৪২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৯৬
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৫৯০
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৭৬৫

 

রুপো (৯৯৯) ১ কেজি ৯৪,৭১২

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। কিন্তু এই দাম কমার ধারা আজ খানিক ব্যাহত হল। সোমবার ২৭ মে সপ্তাহের শুরুতেই দাম খানিক বেড়ে গিয়েছে সোনার। তারপর ২৯ মে বুধের বাজারে ফের দাম বাড়ল সোনার। বলাই বাহুল্য গতকালের থেকেও দাম খানিক বেড়ে গিয়েছে আজ। 

আরও পড়ুন: Paytm: পেটিএমের স্টেক কিনবেন আদানি ! জল্পনার মাঝেই কী জানাল সংস্থা ?