Price Hike: ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গেল ৬০,০০০ টাকা। দামের তুলনামূলক আলোচনায় ইতিহাস গড়ল সোনা। সোমবার সপ্তাহের শুরুতেই MCX-এ সোনা ৫৯,৪১৮ টাকায় খোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোনা ৬০,০০০ ছাড়িয়ে প্রতি ১০ গ্রামে ৬০,৪১৮ টাকায় চলে যায়। অর্থাৎ আজকের ব্যবসায় প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০০ টাকা বেড়ে যায়। শুধু সোনা নয়, রূপোর দামও বেড়েছে আজ। আজ রূপো প্রতি কেজি ৬৯,০০০ টাকা ছাড়িয়েছে। 


Gold Price Hike: কেন দাম বেড়েছে সোনা রূপোর ?
আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সঙ্কটের পর জায়ান্ট সুইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট সুইসেও সঙ্কট দেখা দিয়েছে। ব্যাঙ্কিং সঙ্কটের কারণে, ভারতের বাজার সহ সারা বিশ্বের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। এখন বিনিয়োগকারীরা স্টক বিক্রি করে সোনায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন।


Price Hike: সোনা একটি নিরাপদ বিনিয়োগ!
বর্তমানে বিশ্ব বাজারে পরিস্থিতি অনুযায়ী সোনায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বলে মনে করা হচ্ছে। আমেরিকায় বন্ডের হার কমলে ডলারের সূচকও কমছে। একই সময়ে ২২ মার্চ, আমেরিকান কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে, যাতে সুদের হার এক চতুর্থাংশ বৃদ্ধির সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ মার্কেটের বাইরে বিক্রি করে সোনায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। এসব প্রত্যাশার কারণে সোনার দাম বাড়ছে।


Fuel Price Hike: এদিকে আজ বিশ্ববাজারে ফের লাফিয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। আজ WTI ক্রুড ওয়েলের দাম বেড়েছে ০.৪৫ শতাংশ। যার ফলে ব্যারেল প্রতি ক্রুড ওয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৭.২৬ ডলার। পাশাপাশি ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৭৩.২৮ ডলার।


Petrol Diesel Price: দেশের চার মহানগরে পেট্রোলের দাম
আজ মুম্বাইয়ে এক লিটার পেট্রোলের দাম 106.31 টাকা ও ডিজেল 94.27 টাকা লিটার হয়েছে। চেন্নাইতে এক লিটার পেট্রোল 102.63 টাকা ও ডিজেল 94.24 টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কলকাতায় পেট্রোলের দাম 106.03 টাকা প্রতি লিটার ও ডিজেল 92.76 টাকা প্রতি লিটারে পাওয়া যাচ্ছে। 


Petrol Diesel Price Today: আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।




 



আরও পড়ুন : Aadhaar Update: মৃত্যুর পর মুছে ফেলতে হবে আধার কার্ড ! কী হচ্ছে নতুন নিয়ম