Gold Price : সপ্তাহের শুরুতে আকস্মিক দাম বেড়েছিল সোনার। এবার মঙ্গলে এল মঙ্গলবার্তা। খানিক কমল সোনার দাম। স্বস্তি পেলেন গ্রাহকরা। এই সুযোগে সোনা কেনার আগে চটজলদি দেখে নিন রাজ্যজুড়ে আজ কত হল সোনার দাম। 

সোমবারের তুলনায় এদিন মঙ্গলবার দাম বাড়তে দেখা গেল সোনা-রুপোর। দাম খানিক কমেছিল বৃহস্পতিবার। সেই তুলনায় মঙ্গলবার সোমের তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম ৪ টাকা কমে হয়েছে ৬২০৫ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে একই রয়েছে ৫৯৯৪ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৫৯৯৪ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৪৬ টাকা। আজ সোমবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৬৯৫০০ টাকা। 

আজকের সোনার দর (২৭ ফেব্রুয়ারি, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬২০৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৫৯৯৪
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৫৬৪৬
১৮ ক্যারেট  ১ গ্রাম ৪৯৩৯

 

রুপো (৯৯৯) ১ কেজি ৬৯৫০০


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: