Gold Rate Today: সোনার দামে আজ বড় বদল। সপ্তাহান্তে আজ শনিবার ১৯ অক্টোবর সোনার দাম (Gold Silver Price) গতকালের থেকেও বেড়ে গিয়েছে বাজারে। সোনা আজ কিনতে গেলে খরচ বেশি হবে। এমনকী রুপোর দামে আজ বিশাল লাফ দেখা দিয়েছে। এবার কি এক লক্ষ টাকার সীমা ছাড়াবে রুপোর দাম ? আজ সোনা কিনতে গেলে কত দরে পাবেন ? দেখে নিন রেটচার্ট। ধনতেরসের আগে (Gold Rate Today) আগে দাম বেড়েই চলেছে সোনার। 

আজকের সোনার দর (১৯ অক্টোবর, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৭৩৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭৩৫০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭০৩৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৬০৩০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৫,০১০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 

বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

গতকাল কত ছিল দাম ?

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৭১৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭৩৩২
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭০২৩
১৮ ক্যারেট ১ গ্রাম ৬০২০
রুপো (৯৯৯) ১ কেজি ৯২,৩৫২

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে।  রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

অনেক স্বর্ণ ব্যবাসায়ীই ইদানীং হালকা ওজনের পকেট - ফ্রেন্ডলি গয়না দোকানে রাখছেন। সেগুলিতেই এখন অনেকের নজর। সোনা কেনার হিড়িক আরও বাড়ে দীপাবলি বা ধনতেরস এগিয়ে এলে। দাম বাড়লেও তখন অনেকেই একটু করে সোনা কিনে রাখতে চান।  তবে জেনে রাখুন, সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: BSNL: সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন ! বড় বদল আনতে চলেছে BSNL