কলকাতা : জোড়া নিম্নচাপের প্রভাব। আগামী সপ্তাহে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু । বুধ-বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল ও বুধবার সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। বাংলাদেশের খুলনা থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলের মধ্যে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ডানা। ঘূর্ণিঝড়ের এই নাম দিয়েছে কাতার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেই সিস্টেমটিই নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এসে। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি । এরপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যেকোনো উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া অফিস। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন সমুদ্রে ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা।
এর জেরে বঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঝোড়ো হওয়া সঙ্গে বৃষ্টি শুরু হবে। ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। এই দুদিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে।
https://city.imd.gov.in/ - থেকে পাওয়া তথ্য অনুসারে, আগামী ১ সপ্তাহ কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
19-Oct | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | No warning | 0 | 0 | ||
20-Oct | 26.0 | 33.0 | Generally cloudy sky with Light rain | No warning | 0 | 0 | ||
21-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
22-Oct | 26.0 | 32.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
23-Oct | 25.0 | 30.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | No warning | 0 | 0 | ||
24-Oct | 24.0 | 29.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | 0 | 0 | ||
25-Oct | 24.0 | 29.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | 0 | 0 |