Breaking News : ভোটের ঝাড়খণ্ডে এবার টাকার পাহাড়ের খোঁজ! ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে মিলল কাঁড়ি কাঁড়ি টাকা। গতকাল রাঁচি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় ED। তারপরই বাড়ি থেকে মেলে অগুন্তি নোটের বান্ডিল, যা দেখে চোখ কপালে ওঠে সকলের। মন্ত্রী আলমগীর আলমের সচিব সঞ্জীব লালকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্তে এই তল্লাশি চালিয়েছিল ইডি। সেইসময় এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।
সাহেবগঞ্জ জেলার বাসিন্দা ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর প্রথমে ২০০০ সালে ঝাড়খন্ড বিধানসভায় নির্বাচিত হন । তারপর আবার ২০০৪ সালে জনমত পান। তিনি ২০০৬ সালে ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। আলমগীর আলম ২০০৯ সালের নির্বাচনে হেরে গেলেও তারপর ফের ২০১৪ এবং ২০১৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখেন। ৭০ বছর বয়সী রাজনীতিক বর্তমানে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী ।
শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২০ কোটি টাকা। ইডি সূত্রে খবর, আরও বাড়তে পারে টাকার অঙ্ক ! রাঁচি শহরের বিভিন্ন জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি। তল্লাশিতে ঝাড়খণ্ডের কিছু রাজনীতিকের সঙ্গে মন্ত্রীর আর্থির লেনদেনের বিবরণ সহ একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা,মহিলাদের সম্মানহানির অভিযোগে FIR
এই টাকার সঙ্গে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরে আর্থিক দুর্নীতিকাণ্ডের যোগ রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির। গত বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগে গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর বিজেপির অভিযোগ, এই বিপুল পরিমাণ টাকা ভোটের কাজে লাগানো হচ্ছিল।
এই কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০২২ সালে এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ে বাড় থেকে পাহাড় প্রমাণ টাকা উদ্ধারের ঘটনা। অর্পিতার দুটি বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। ঝাড়খণ্ডে ইডির অভিযান কি ছাপিয়ে যাবে পার্থ-অর্পিতার রেকর্ড?সকলের নজর সেদিকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে