Gold Rate: বেশ কিছুদিন ধরেই দাম কমছে সোনার। গত সপ্তাহে যে হারে দাম বেড়ে গিয়েছিল, তাঁর থেকে এবার অনেকটাই নিষ্কৃতি পাবেন গ্রাহকরা। সোনা এবার সস্তা হল। আজ শুক্রবার ২৪ মে গতকালের থেকেও দাম কমে গেল সোনার। আজ কিনতে গেলে কত দামে পাবেন দেখে নিন রেটচার্টে। 

শুক্রবারের বাজারে বাড়ল সোনার দাম

আজ শুক্রবার দাম কত হল সোনার (Gold Rate Today)? বৃহস্পতিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম ফের কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৬৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৯২৪ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫২৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭০৭ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। শুক্রবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৯ হাজার ৯৬৯ টাকা। 

আজকের সোনার দর (২৪ মে, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭১৬৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯২৪
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৫২৩
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৭০৭

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৯,৯৬৯

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। গতকালের থেকেও আজ দাম কমেছে সোনার। শুক্রবারে দাম আবার কমল সোনার। 

আরও পড়ুন: Salary Hike: বিপুল হারে বাড়বে বেতন, মিলবে মোটা বোনাসও- বড় খবর এই সংস্থার কর্মীদের