H5N1 Bird Flu Virus In India: বার্ড ফ্লু এর আগেও আতঙ্ক ছড়িয়েছে। সাধারণত এই সময় মুরগির মাংস কেনা বন্ধ করে দেন অনেকে। কিন্তু সাম্প্রতিক বার্ড ফ্লু নিয়ে ফের বাড়ছে শঙ্কা। কারণটা আগের মতো নয় বলেই। এইচ৫এন১ ভাইরাসের প্রকৃতি নিয়েই চিন্তিত বিজ্ঞানীরা। আগেই সেটি খবরে এসেছে। এই ভাইরাসের একটি বিশেষত্ব রয়েছে। তা হল মানুষকে আক্রমণ করা। মানুষের দেহে সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস। এর আগে বিশ্বের ২৩টি দেশে একই ঘটনা ঘটিয়েছে এই ভাইরাস। বিজ্ঞানীরা এই ভাইরাসের নামকরণ করেছিলেন অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস।


এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসে মৃত্যুর হার


বিজ্ঞানীদের কথায়, এই বিশেষ ভাইরাসটি শুধুমাত্র পাখিদের আক্রমণ করে। তাই বার্ড ফ্লু নাম দেওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী, ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮৩। এর মধ্যে ৪৬৩ জন আক্রান্তের মৃত্যু হয়। অর্থাৎ মৃত্যুর হার প্রায় ৬০ শতাংশ। 


কেন এই ভাইরাস বিপজ্জনক ?


ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জাতীয় কোভিড ১৯ টাস্ক ফোর্সের চেয়ারম্যান চিকিৎসক রাজীব জয়দেবন সংবামাধ্যম আইএএনএস-কে বলেন, এই ভাইরাসের বিরুদ্ধ কোনও রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে নেই। আগের বার্ড ফ্লু ভাইরাসগুলির ক্ষেত্রে ব্যাপারটা এত গুরুতর ছিল না। তাই আরও বিপজ্জনক। মৃত্যুর হারও বলে দিচ্ছে ভাইরাসটি কেন চিন্তা বাড়াচ্ছে বিজ্ঞানীদের।


কোন কোন দেশে ছড়াচ্ছে ভাইরাস ?



  • সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ২ জন এই ভাইরাসে আক্রান্ত হন।

  • অস্ট্রেলিয়াতে একজনের আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছে সাম্প্রতিককালে।

  • চলতি বছরের মার্চে ভিয়েতনামে এই ভাইরাসে আক্রান্ত হন ১১ জন।


ভারতের বিপদ কতটা ?


সংবাদমাধ্যম সূত্রের খবর, অস্ট্রেলিয়ার যে শিশুটি এই ভাইরাসে আক্রান্ত হয়, সে ভারত থেকেই সংক্রমিত হয়েছিল। অর্থাৎ ভারতের মধ্যে এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে। যা এখনও ততটা ছড়িয়ে পড়েনি। কিন্তু একই সঙ্গে চিকিৎসকরা এটাও জানাচ্ছেন, যে কোনও সময় বড় আকার নিতে পারে বার্ড ফ্লু ভাইরাস। 


ঝাড়খন্ডের রাঁচিতে রামকৃষ্ণ আশ্রম পরিচালিত পোলট্রি ফার্মে বার্ড ফ্লু পাওয়া গিয়েছে সম্প্রতি। সেখানের ৯২২টি পাখিকে মেরে ফেলা হয়। এর মধ্যে ৭২২ টি হাঁসও ছিল। পাশাপাশি ৪৩০০টি ডিম নষ্ট করে ফেলা হয়। ভোপাল আইসিএআরে নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের শরীরে এইচ৫এন১ ভাইরাস মিলেছে। ফলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেই।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Sedentary Lifestyle: ধূমপান না করলেও কঠিন রোগ বাসা বাঁধছে দেহে, কীভাবে ?