কলকাতা : স্নানযাত্রা থেকে রথযাত্রা। এই সময়টা অনেকেই ঘরে সোনা তোলা শুভ মনে করেন। কিছু দিন আগে ৭২ হাজার ছাড়িয়েছিল ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম। তবে গত সপ্তাহ থেকেই নিম্নমুখী সোনার দাম। রোজই একটু একটু করে কমছে গয়নার সোনার দাম। আজ বাংলায় সোনার দাম কত? কিনতে গেলে কত ? আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন ? জানাল, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আজকে সোনার দর কত (২৫ জুন, ২০২৪) ?
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৩২ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৮১১ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৪৯০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৫৯৯ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,৩৪২ |
এক নজরে দেখে নিন গতকাল, ২৪ জুন কত ছিল সোনা রুপোর দাম।
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৪১ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৮২০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৪৯৮ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৬০৬ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,৫৩৯ |
যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?