Gold Rate: শেয়ার বাজারের মতই সোনার দাম প্রায়ই ওঠানামা করে। কখনও দাম বাড়ে আবার কখনও কমে। দাম কমলে স্বস্তি পান গ্রাহকরা। এই সপ্তাহের শুরুতে খানিক দাম কমেছিল সোনার, তারপর ফের বাড়ে এবং আজ বুধবার মঙ্গলবারের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় সোনার দাম। এবার কি সাধ্যের মধ্যে আর থাকবে না সোনা ? গ্রাম পিছু ২৫ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। রুপোর দামেও আজ লাফ দেখা গিয়েছে। আজ কিনলে কি লাভবান হবেন নাকি দাম কমার অপেক্ষা করবেন ? রাজ্য জুড়ে কত দর চলছে আজ, দেখে নিন রেটচার্টে। 

দামে কত হেরফের হল

এই সপ্তাহের শুরুতে সোমবার দাম খানিক কমতে দেখা গিয়েছিল সোনার। তবে সোমবার সন্ধেয় ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। মঙ্গলবারের বাজারে আবার সাধ্যের মধ্যে ফিরে আসে সোনার দাম। রুপোর দাম এদিন আবার অনেকটাই বেড়ে যায়। তবে মঙ্গলবারের তুলনায় আজ বুধবার ২০ মার্চ সোনার দাম অনেকটাই লাফিয়ে বেড়ে গিয়েছে। ২৪ ক্যারাট সোনার দাম আজ মঙ্গলের তুলনায় প্রতি গ্রামে ২৫ টাকা বেড়েছে। গহনার সোনা ২২ ক্যারাটের দাম প্রতি গ্রামে ২৪ টাকা বেড়ে আজ হয়েছে ৬৩৩২ টাকা। অন্যদিকে রুপোর দামেও লাফ লক্ষ্য করা গিয়েছে। এক ধাক্কায় ৬০ টাকা কেজিতে বেড়ে গিয়েছে রুপোর দাম। দাম কি ফের বাড়তে থাকবে এবার ? 

আজকের সোনার দর (২০ মার্চ, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৫৫৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৩৩২
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৫৯৬৫
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫২১৮

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭৪১০৮


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

গত সপ্তাহে কত ছিল দাম 

আগের সপ্তাহে বুধবার অনেকটাই দাম কমতে দেখা গিয়েছিল সোনার। ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৬৫১০ টাকা, সেখানে আজ দাম হয়েছে ৬৫৫৫ টাকা। অর্থাৎ গ্রামে ৪৫ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। অন্যদিকে ২২ ক্যারাট সোনার দাম গ্রামে যেখানে ছিল ৬২৮৯ টাকা, সেখানে আজ দাম হয়েছে ৬৩৩২ টাকা। 

আরও পড়ুন: Petrol Diesel Price: পেট্রোলের দামে আজ কত হেরফের ? কলকাতায় কতটা সস্তা হল জ্বালানি তেল ?