প্রকাশ সিন্হা, আবীর দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) আগে এবার তৃণমূল নেতার (TMC ) বাড়িতে আয়কর হানা। সকাল সকাল মন্ত্রী অরূপ বিশ্বাসের ( Arup Biswas ) ভাই স্বরূপ বিশ্বাসের ( Swarup Biswas ) বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা গিয়ে পৌঁছান।
সূত্রের খবর, দুটি কোম্পানির বিভিন্ন ঠিকানাতেও হানা দিয়েছে আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে দাবি, ২টো রিয়েল এস্টেট কোম্পানি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। এই কোম্পানি কীভাবে কর ফাঁকি দিয়েছে বা টাকা নয়ছয় করেছে, সেই তদন্ত করতে গিয়ে যখন, এই দুটো কোম্পানির অ্যাকাউন্ট ও নথি খতিয়ে দেখা হয়, সেখান থেকে স্বরূপ বিশ্বাসের নাম আসে। সেই সূত্রেই এদিন তল্লাশি চালানো হয়। BSF-কে সঙ্গে নিয়ে বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। বাড়িতে তল্লাশির পাশাপাশি , যে ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস, সেই অফিসেও তল্লাশি চলে।
সকাল ৭টার পর নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। ৫টি দলে ভাগ হয়ে বেহালা-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। এর পাশাপাশি, রিয়েল এস্টেট কোম্পানি দুটির আধিকারিক, হিসাবরক্ষক ও কর্তাদের বাড়িতেও এদিন তল্লাশি চালায় আয়কর দফতর।
মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর হানা ঘিরে সকাল থেকে সরগরম কলকাতা। নিউ আলিপুরে স্বরূপের ফ্ল্যাটে শুরু হয় তল্লাশি। আয়কর দফতর সূত্রে খবর, দুটি রিয়াল এস্টেট সংস্থার বিরুদ্ধে আয়কর-ফাঁকির অভিযোগে তদন্তে নামে তারা। এর প্রেক্ষিতেই ওই দুটি সংস্থার কয়েকটি ঠিকানায় বুধবার হানা দেয় আয়কর দফতর। স্বরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী। স্বরূপ বিশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদে রয়েছেন।
এই মামলাতেই এদিন, পর্ণশ্রীর কেবল ব্যবসায়ী রানা সরকারের বাড়িতেও তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা। তিনতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সার্ভার রুম। সেখানেও তল্লাশি চালান হয়।
আরও পড়ুন :