Gold Rate: বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারের (Stock Market) সঙ্গে পাল্লা দিয়ে চলতি বছরেই আরও বাড়বে সোনার দাম (Gold Silver Price)। ইতিমধ্যেই ৭৩ হাজারের ঘরে পৌঁছেছে হলুদ ধাতুর মূল্য। জেনে নিন, আজ সপ্তাহের শুরুতে বাংলার বাজারে কত হয়েছে গোল্ড প্রাইস (Kolkata Gold Price)।
কদিন আগেই ৭৩ হাজার ছাড়িয়েছিল ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম। তবে গত কয়েক সপ্তাহ থেকেই নিম্নমুখী গেছে সোনার দাম। রোজই একটু একটু করে কমেছে গয়নার সোনার দাম। তবে ফের গতি নিয়েছে গোল্ড প্রাইস। আজ বাংলায় সোনার দাম কত? কিনতে গেলে কত ? আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন ? জানাল, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আজকে সোনার দর কত (৫ জুলাই, ২০২৪) ?
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭২৬৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৩৭
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৬১০
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭০২
রুপো (৯৯৯) ১ কেজি ৯১৬১১
এই দামের সঙ্গে জুড়বে জিএসটি
যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
কীসের ওপর সোনার বিশুদ্ধতা যাচাই করবেন ?
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)