PNB Recruitment 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) রয়েছে চাকরির সুযোগ। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করবে পিএনবি কর্তৃপক্ষ। যোগ্য প্রার্থীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ pnbindia.in এখান থেকে আবেদন জানাতে পারবেন। মোট ২৭০০ শূন্যপদ রয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন জানানো যাবে।
যাঁরা আবেদন করবেন তাঁদের যোগ্যতা কী থাকতে হবে
স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। যেকোনও বিষয়ে স্নাতক হলেই তা গ্রাহ্য হবে। তবে ডিগ্রি থাকতে এমন কোনও প্রতিষ্ঠান/কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে যেগুলি সরকার/AICTE/ UGC অনুমোদিত হবে। যাঁদের স্নাতক ডিগ্রি ৩০.০৬.২০২৪ তারিখের আগে প্রকাশিত হয়ে যাবে তাঁরাই আবেদন করতে পারবেন। এছাড়াও ব্যাঙ্ক যখন চাইবে তখন স্নাতক ডিগ্রির মার্কশিট এবং প্রবিশনাল/ডিগ্রি সার্টিফিকেট যা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়/কলেজ/ইনস্টিটিউট থেকে, সেটা দেখাতে হবে আবেদনকারীদের। ২০ থেকে ২৮ বছর বয়সীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই শিক্ষানবিশ পদে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে দেখে নিন
অনলাইনে লিখিত পরীক্ষা হবে। জেনারেল/Financial Awareness, জেনারেল ইংরেজি, কোয়ান্টেটিভ এবং রিজনিং অ্যাপ্টিটিউড ও কম্পিউটার নলেজের উপরে মূলত পরীক্ষা হবে। নিজেদের ডেস্কটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করে এই পরীক্ষা দিতে হবে। ব্যাঙ্ক ঠিক করবে কাট অফ মার্কস। তার মধ্যে ৫ শতাংশ ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য। নম্বরের জন্য ৫ শতাংশ ছাড় থাকবে।
কীভাবে আবেদন করবেন দেখে নিন
- প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
- এরপর হোম পেজে কেরিয়ার্স লিঙ্ক থাকবে এবং সেখানে ক্লিক করতে হবে।
- তাহলে আপনার সামনে স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে।
- সেখান থেকে আবেদনকারীরা অ্যাপ্রেন্টিস পোস্টে অপশনে ক্লিক করবেন।
- আপনার সামনে থাকবে একটি ডিরেক্ট লিঙ্ক এবং সেখান ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে আপনার সামনে।
- এরপর লগ-ইন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে।
- এবার আপনার সামনে খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম।
- ভালভাবে পড়ে দেখে শুনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
- তারপর শেষ পর্যায়ে সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি- এর পেমেন্ট করতে হবে।
- ভবিষ্যয়ের প্রয়োজনের জন্য নিজের কাছে একটা প্রিন্ট আউট রেখে দিন ফর্মের।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI