Gold Rate: সোনা এবার সস্তায় মিলবে। বেশ কিছুদিন ধরেই দাম কমছে সোনার। পরপর প্রতিদিনই অল্প অল্প করে সস্তা হচ্ছে সোনা। গত সপ্তাহে যে হারে চড়ে গিয়েছিল সোনার দাম, সেখানে এবার সস্তায় পাওয়া যাবে সোনা। স্বস্তি মিলেছে গ্রাহকদের। আজ সোনা কিনতে চাইলে কত খরচ হবে ? দেখে নিন রেটচার্টে চোখ বুলিয়ে।
শনিবারের বাজারে বাড়ল সোনার দাম
আজ শনিবার দাম কত হল সোনার (Gold Rate Today)? বৃহস্পতিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম ফের কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৬৪ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৯২০ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫১৯ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭০৩ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। শনিবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৯ হাজার ৪৭৫ টাকা।
আজকের সোনার দর (২৫ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৬৪ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯২০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫১৯ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭০৩ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,৪৭৫ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে হেরফের
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। গতকালের থেকেও আজ দাম কমেছে সোনার। শুক্রবারে দাম আবার কমল সোনার।
আরও পড়ুন: Multibagger Stock: ১৬ মাসেই প্রায় চারগুণ রিটার্ন ! বিরাট মুনাফা দিয়েছে এই স্মলক্যাপ স্টক