কলকাতা: পর পর পাঁচদিন বেড়েছিল সোনার দাম। আজ বুধবার নিম্নমুখী হল হলুদ ধাতুর দাম। ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমল। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ২৫০ টাকা। এমসিএক্স (MCX) সোনার দাম এদিন লাল সূচকেই শুরু হয়।  দাম পড়ে যায় ৬ শতাংশ। কমোডিটিজ মার্কেটে সোনার লেনদেন চলে ৪৭ হাজার ৯২০ টাকায়। কলকাতায় দাম কমে হয় প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৯০ টাকা। চেন্নাইতে এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৫,৩৫০ টাকা। দিল্লিতে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৪৭,০৪০ টাকা।


রূপার দামও আজ কমেছে। প্রতি কেজিতে ৬১ হাজার ৪৪৭ টাকায় লেনদেন চলে রূপার। 


আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি আউন্সে ছিল ১,৮০৪ ডলার। রূপার দর ছিল প্রতি আউন্সে ২৩.৮৩ টাকা। আন্তর্জাতিক বাজারে দামে খুব বেশি বদল হয়নি। 


এইচডিএফসি সিকিওরিটিজের সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল বলেছেন, নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্চ কমেক্সে সোমবার দামে যে পতন দেখা দিয়েছিল, সেই অনুযায়ীই দিল্লিতে ২৪ ক্যারেট সোনার স্পট প্রাইসে নিম্নমুখিতা দেখা গিয়েছে। 


দেখে নেওয়া যাক, কোন শহরে আজ সোনার কত দাম (প্রতি ১০ গ্রাম)


চেন্নাই- ৪৫,৩৫০ টাকা


মুম্বই- ৪৭,২৫০ টাকা


দিল্লি- ৪৭,০৪০ টাকা


কলকাতা-৪৭,০৯০ টাকা


ব্যাঙ্গালোর- ৪৫,১৫০ টাকা


হায়দরাবাদ- ৪৫,১৫০ টাকা


IBJA এদিনের সোনা-রুপোর দর জানিয়েছে। মিসড কল দিয়ে ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সোনা ও রুপোর বর্তমান দাম জেনে নিতে পারেন। শনি ও রবিবার এবং ঘোষিত ছুটির দিনে দাম জারি করা হয় না।দাম জানতে চাইলে 8955664433 মিসড কল দিয়ে জানতে পারা যায়। মিসড কল দিলে এসএমএস আসবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট www.ibja.co বা ibjarates.com- এও দেখা যেতে পারে।


সোনা কিনতে চাইলে তা কতটা খাঁটি, অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। এ জন্য সরকারি অ্যাপের ব্যবহার করা যেতে পারে। ‘BIS Care app’ এর মাধ্যমে শুদ্ধতা যাচাই করে নেওয়া যেতে পারে।


এছাড়াও এই অ্যাপের মাধ্যমে অভিযোগও জানানো যেতে পারে। সামগ্রীর লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক ঠিক না থাকলে গ্রাহক এই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।