কলকাতা : আরও অস্বস্তিতে বঙ্গ বিজেপি (BJP)। এবার দলের হোয়াটসঅ্যাপ ( (WhatsApp group) গ্রুপ ছাড়লেন খড়গপুর সদরের বিধায়ক, অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ (Hiran Chatterjee)।


কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি? অভিনেতা-বিধায়কের অভিযোগ, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। তাই তিনি মনে করছেন, সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তাঁর অভিযোগের তির, বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। 


হিরণের দাবি, ' রাজ্য বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব।

আরও পড়ুন :


 করোনা নিয়ে এই ধারণাগুলি ভুল !



বিজেপি বিধায়ক হিরণের দাবি, '  দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন। ইচ্ছামতো দল চালান। আমাকে কিছু জানান না।' এভাবেই, মেদিনীপুরের সাংসদ ও দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।  


স্থানীয় সূত্রে দাবি, বিধায়ক হওয়ার পর থেকে দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মতবিরোধ বারবার সামনে এসেছে। এর আগে ডিসেম্বরের শুরুতে, মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের ছবি দেওয়া পোস্টারে হিরণের ছবি না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। খড়গপুরে পোস্টার, হোর্ডিংয়ে কেন নেই তাঁর ছবি? প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্পকাশ করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই ঘটনায় তৃণমূল কটাক্ষ করে, ;বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। ' যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি করেন, দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি।


সম্প্রতি বিজেপির রাজ্য ও জেলা কমিটিগুলিতে রদবদল হয়। সূত্রের খবর, তাতে মতুয়াদের তেমন প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ হন বনগাঁর বিজেপি সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। সোমবার রাজ্য বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি।