Gold Rate Today: আবারও সুযোগ সোনা কেনার। গত সপ্তাহের থেকেও কমে গেল সোনার দাম। সোমবার সপ্তাহের শুরুর দিনেই সস্তা হল সোনার দাম (Gold Rate Today)। আজ কিনলে কত খরচ হবে ? দেখে নিন সোনার দাম রেটচার্টে।
সোমবারে কত হল সোনার দাম
আজ সোমবার দাম কত হল সোনার (Gold Rate Today)? শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার বেড়ে গ্রাম প্রতি হয়েছে ৭২২০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৯৭৫ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬৫৭০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম সোমবারের বাজারে হয়েছে ৫৭৪৭ টাকা। এদিকে আজ কমেছে রুপোর দাম। শনিবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৩ হাজার ৬২৬ টাকা।
আজকের সোনার দর (১৩ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭২২০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯৭৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫৭০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭৪৭ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৩,৬২৬ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে বদল
মে মাসের শুরু থেকেই এই দাম কমতে থাকে। শুক্রবারও দাম কমেছিল সোনার। ৫০ টাকা প্রতি গ্রামে কমে গিয়েছিল দাম। তবে সপ্তাহের শুরুতে এসে সেই দাম আবার খানিক বাড়ে। শনিবার তো দাম বেড়েই ছিল, সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। তবে আজ শনিবারের থেকে বেশ খানিকটা কমে গেল সোনার দাম।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আরও পড়ুন: Gautam Adani: আদানি গ্রুপে কী দায়িত্ব গৌতম আদানির দুই ছেলের ? চমকে দেবে আদানি-পুত্রদের মোট সম্পদ