রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আজ চতুর্থ দফার (4th Phase) লোকসভা ভোট (Lok Sabha Election)। ৫ জেলার ৮টি কেন্দ্রে নির্বাচন। ভোট চলছে বহরমপুর (Berhampore), বীরভূম (Birbhum), বোলপুর (Bolpur), রানাঘাট (Ranaghat), কৃষ্ণনগর (Krishnanagar), আসানসোল (Asansol), বর্ধমান-পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে। এদিকে এরই মধ্যে অশান্ত হয়ে উঠল বহরমপুরের বড়ঞায় এলাকা।                                                                  


ঠিক কী হয়েছে? 


বড়ঞায় হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের বুথের বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ধাক্কাধাক্কি চলে। কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর তৃণমূল কর্মীকে সপাটে চড় মারে পুলিশ, এমনটাই অভিযোগ। লাঠিচার্জ করে দু’পক্ষের ৪-৫টি বাইক ভেঙে দেওয়ারও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বড়ঞার হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের ৫১ ও ৫২ নম্বর বুথের ঘটনা। কংগ্রেসের অভিযোগ, তাদের এজেন্টকে বারবার বার করে দেওয়া হচ্ছে। 


অন্য কোথায় কোথায় অশান্তি? 


এছাড়াও বহরমপুরের বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা। মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫ নং বুথের বাইরে অবৈধ জমায়েত। তাড়া করল কেন্দ্রীয় বাহিনী। বেলডাঙার মির্জাপুর খাগড়ুপাড়ায় ৮৫ নম্বর বুথের বাইরে উত্তেজনা। লাঠি উঁচিয়ে অবৈধ জমায়েত হঠাল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ ওঠে, কংগ্রেসের পোলিং এজেন্ট বসাতে বাধা দিচ্ছে তৃণমূল। এজেন্ট বসানো গেলেও, বুথের বাইরে লোক জড়ো হতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায় লোকজন।


আরও পড়ুন, দুর্গাপুরে 'পিঙ্ক বুথ', কেউ ভাবলেন বিয়ে বাড়ি ! এখানে A টু Z, দায়িত্ব মহিলাদেরই


অন্যদিকে, বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের বেলডাঙায় বুথ পরিদর্শনের সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বেলডাঙার মির্জাপুর-খাগড়ুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের  বুথের ঘটনা। ভোটারদের রাজ্য সরকারের প্রকল্পের কথা মনে রেখে ভোট দিতে বলছেন তৃণমূল কর্মী, ক্যামেরায় ধরা পড়ল ছবি।কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ অত্যাচার করছে বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন ওই তৃণমূল কর্মী। এর আগে কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগে গন্ডগোলকে কেন্দ্র করে এই বুথের বাইরে অবৈধ জমায়েত হয়। লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে