নয়া দিল্লি: দেশ (India) জুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। সাত দফায় দেশের বিভিন্ন রাজ্যে জোরকদমে চলছে ভোট। এরই মাঝে পটনায় (Patna) প্রচারে নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার পটনার একাধিক এলাকায় প্রচার সারেন নমো (NaMo)। বিহারের পটনা সাহিব গুরুদ্বারেও যান। এরপর লঙ্গরখানায় গিয়ে খাবারও পরিবেশন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

  


প্রধানমন্ত্রী একেবারে 'অন্য মুডে', 'অন্য রূপে'। মাথায় কমলা পাগড়ি পরে হাতে বালতি নিয়ে খাবার পরিবেশন করেন মোদি। 






সোমবার হাজিপুর, মুজাফফরপুর এবং সারানে এনডিএ মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তখত শ্রী পটনা সাহিব, তখত শ্রী হরিমন্দির জি, পটনা সাহেব নামেও পরিচিত। পটনায় অবস্থিত শিখদের পাঁচটি তখতের মধ্যে একটি। গুরু গোবিন্দ সিং-এর জন্মস্থানকে চিহ্নিত করার জন্য ১৮ শতকে মহারাজা রঞ্জিত সিং তখত নির্মাণের কাজ শুরু করেছিলেন।                                                         


আরও পড়ুন, চতুর্থ দফায় বহরমপুরে অশান্তি! তৃণমূল কর্মীকে সপাটে চড় পুলিশের


গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু, ১৬৬৬ সালে পটনায় জন্মগ্রহণ করেছিলেন। আনন্দপুর সাহেবে যাওয়ার আগে তিনি তার প্রথমদিকের বছরগুলি এখানে কাটিয়েছিলেন।                                                                                                           


 পটনায় রোড শো-এর ভিডিও শেয়ার করেছেন মোদি। এক্স পোস্টে মোদি লেখেন, 'পটনা আমাদের সবসময়ই সমর্থন করে এসেছে। এই ট্রেন্ড আগামী দিনেও থাকবে।' 


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে